নদিয়ার কৃষ্ণনগরে এক ছাত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। ছাত্রীর নাম ঈশা মল্লিক (১৯)। তিনি কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, সোমবার ছাত্রীর বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে দুপুর আড়াইটা নাগাদ তাঁর বাড়িতে ঢোকে দুষ্কৃতী এবং গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে কোতোয়ালি থানার পুলিশ। ওই ছাত্রী দীর্ঘদিন কাঁচরাপাড়া এলাকায় থেকে পড়াশোনা করতেন। সম্প্রতি পড়াশোনা শেষ করে কৃষ্ণনগরে ফিরে আসেন। সূত্রের খবর, এ দিন কাঁচরাপাড়ার বাসিন্দা জনৈক দেবরাজ সিংহ ছাত্রীর বাড়িতে ঢুকেছিল। সেই গুলি চালায়। সম্পর্কে টানাপড়েনের জন্যই এই কাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দেবরাজের খোঁজ চলছে।
কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে জানিয়েছেন, ওই মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক।
এই ঘটনা উস্কে দিচ্ছে বহরমপুরের সুতপা চৌধুরী হত্যা কাণ্ড। ২০২২ সালে মে মাসে মুর্শিদাবাদের বহরমপুরের শহিদ সূর্য সেন রোড দিয়ে মেসে ফেরার সময়ে সুতপাকে কুপিয়ে খুন করে সুশান্ত। সেই ঘটনায় ২০২৩ সালে সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা শুনিয়েছিল নিম্ন আদালত।
কৃষ্ণনগরের ঘটনায় প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দেবরাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসতে চেয়েছিলেন ঈশা। যা মেনে নিতে পারেনি ওই যুবক। আর সেই জন্য এই কাণ্ড। দেবরাজকে কেউ সাহায্য করেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।