• ছাত্রীর বাড়ির দোতালায় উঠে এলোপাথাড়ি গুলি! মুহূর্তে রক্তে ভেসে গেল গোটা ঘর, কৃষ্ণনগরে হাড়হিম ঘটনা...
    আজকাল | ২৫ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দিনে দুপুরে ভয়ঙ্কর ঘটনা। চলল গুলি, রক্তারক্তি কাণ্ড। আতঙ্কে কাঁপছে গোটা এলাকা। ঘটনাস্থল কৃষ্ণনগরের মানিকপাড়া। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, সোমবার দুপুরে, আচমকা কলেজ ছাত্রী যুবতীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় একজন। মুহূর্তে রক্তে ভেসে যায় চারদিক। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে যুবতীর।

    আচমকা কে ঘটাল এই ঘটনা? কারণ কী? একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে ঘটনায়। প্রাথমিকভাবে গুলি চালানোর ঘটনায় মনে করা হচ্ছে, যে এই গুলি চালিয়েছে, সে ওই কলেজ ছাত্রী যুবতীর পূর্বপরিচিত। 

    জানা গিয়েছে, সোমবার দুপুর ২:০০ থেকে ২:৩০-এর মধ্যে কৃষ্ণনগর শহরের মানিকপাড়া এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। স্থানীয় বাসিন্দা দুলাল  মল্লিকের কন্যা, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ছাত্রী ঈশিতা মল্লিককে (১৮) তাঁর নিজের বাড়িতে গুলি করে হত্যা করে এক যুবক।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যারাকপুরের কাঁচরাপাড়ার বাসিন্দা দেবরাজ সিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঈশিতা এবং দেবরাজ পরস্পর পরস্পরের সঙ্গে পরিচিত ছিলেন। কাঁচরাপাড়ায় পড়াশোনার সূত্রেই তাঁদের পরিচয় হয়েছিল বলে জানা যায়। তবে সম্প্রতি ঈশিতা দেবরাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। ঘটনার নেপথ্যে সেই সম্পর্কের অবনতি এবং ব্যক্তিগত দ্বন্দ্বই অন্যতম কারণ হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর দু’টো নাগাদ দেবরাজ ঈশিতার বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই অভিযুক্ত পলাতক।

    পুলিশ অভিযুক্ত দেবরাজ সিং-এর পরিচয় শনাক্ত করেছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য ঈশিতার দেহ পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের মধ্যে শোক এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষাজীবনের ভবিষ্যৎ স্বপ্ন দেখা এক তরুণীর এভাবে মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলেই মনে করছে এলাকাবাসী।

    পুলিশ জানিয়েছে, দেবরাজের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্তের অগ্রগতির জন্য ঈশিতার পরিবারের সদস্য এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে আসল কারণ ও খুনের উদ্দেশ্য জানতে পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।

     
  • Link to this news (আজকাল)