• আরও এক নিম্নচাপের ভ্রুকুটি! ফের বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা...
    আজকাল | ২৫ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এ যেন গোদের উপর বিষফোঁড়া! এক নিম্নচাপের গেরো সরতে না সরতেই ফের আরেকটির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও এক নিম্নচাপ! যা শক্তি সঞ্চয় করলেই আরও একবার দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া অফিস। আগস্টের শেষের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কাঁপানো বৃষ্টির জোরালো সম্ভাবনা বাড়বে। তবে আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে? 

    ফের তুমুল বৃষ্টি:আগে যে নিম্নচাপটির জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে, সেটি বর্তমানে মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তীশগড়ের দিকে সরেছে। রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমেছে। সোমবার সকাল থেকে রোদের দেখা মিলেছে জেলায় জেলায়।

    তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ নতুন করে দানা বাঁধতে পারে। সাগরের বুকে সেই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে আগস্টের শেষের দিকে ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর-আগামী ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আর একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তারই জেরে ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হতে পারে। আজ, সোমবার (২৪ আগস্ট, ২০২৫) সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বেশি বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর-সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় (মূলত দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর) ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে।

    বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে আগস্ট মাসের একেবারে শেষের দু-তিন দিন ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর-আজও উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চলতি মাসের শেষের দিকের ২-৩ দিন ফের একবার তুমুল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। 

    কলকাতার ওয়েদার আপডেট-রবিবার (২৩ আগস্ট, ২০২৫) বিকেলের পর থেকে শহর কলকাতাতেও বৃষ্টির দাপট কমেছে। সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকে কলকাতায় আকাশেও রোদের দেখা মিলেছে। তবে দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এক বা দু পশলা হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মহানগরে।  

    সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস  সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক উষ্ণতা সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৭ শতাংশ ও ৮৮ শতাংশের আশপাশে থাকবে। রবিবার থেকে সোমবার সকাল সাড়ে ছয়'টা পর্যন্ত  কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ০০১.৯ মিমি।
  • Link to this news (আজকাল)