• অভাব ও অনটনের সঙ্গে লড়াই করে সফল, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন আলিপুরদুয়ারের দীপিকা
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। বাবা শিবচরণ ওঁড়াও ও মা নান্দিয়া ওঁড়াও অন্যের বাড়িতে  দিন মজুরির কাজ করে সংসার চালায়। কখনও কখনও শিবচরণ রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। ফলে শিবচরণের পরিবারে খেলাধুলা বিলাসিতারই নামান্তর। এই দারিদ্রতার সঙ্গে লড়াই করে শিবচরণের ছোট মেয়ে দীপিকা ওঁড়াও পড়াশোনার সঙ্গে সঙ্গে ফুটবলও খেলে চলেছে। ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল দলের একাদশে জায়গা করে নিয়েছে দীপিকা। কন্যাশ্রী ফুটবল কাপে দীপিকার খেলা নজর কাড়ে ইস্টবেঙ্গলের কর্তাদের।তাই ক্লাব কর্তারা আর দেরি না করে দীপিকাকে মহিলা ফুটবল দলে বার্ষিক চুক্তিতে সই করিয়ে নেন। দীপিকা এখন কম্বোডিয়ায়। সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে গিয়েছে। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের অপরিহার্য ফুটবলার দীপিকা বিদেশে খেলতে যাওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন তার গ্রাম আলিপুরদুয়ারের বনচুকামারীর ফোস্কাডাঙার বাসিন্দারা। আপ্লুত তার কোচ রাজীব আহমেদ ও মেন্টর মহাদেব ওঁড়াও।
  • Link to this news (বর্তমান)