• কিশোরীকে ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে থানাতেই রাতভর আটক মা-বাবা! শোরগোল গোয়ালপোখরে
    প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাই-সহ চার যুবকের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তদের না ধরে ওই কিশোরীর বাবা-মা-সহ তিনজনকে থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ধরমপুর (১) পঞ্চায়েত এলাকায়। গোটা বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    কিশোরীর পরিবারের অভিযোগ, শনিবার রাতে ওই নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ ওই কিশোরীর বাড়িতে জনা কয়েক হানা দিয়ে তাকে মুখে কাপর চাপা দিয়ে তুলে নিয়ে যায়। বাড়ির অদূরে জঙ্গলে ধর্ষণ করে পালায় বলে অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাই সহ চার যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে ঘটনার পরে। গোয়ালপোখর থানায় ওই পরিবারের তরফে অভিযোগ জানাতে যাওয়া হয়। অভিযোগ, অভিযুক্তদের না ধরে ওই কিশোরীর বাবা-মাকে রবিবার থানায় আটকে রাখা হয়। আজ, সোমবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।

    কিশোরীর বাবার তরফে সংশ্লিষ্ট থানায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই কাশিম-সহ চার প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানানো হয়। যদিও থানার তরফে এখনও পর্যন্ত ঘটনার অভিযোগ স্বীকার করা হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়। এদিন এ ব্যাপারে ইসলামপুর পুলিশ সুপার জবি থমাস বলেন, “যা বলার গোয়ালপোখরের আইসি বলবেন।” অন্যদিকে সংশ্লিষ্ট থানার আইসি এনটি ভুটিয়ার কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিবেশীদের সূত্রে জানা যায়, ওই কিশোরী জন্ম থেকে সামান্য মানসিক ভারসাম্যহীন। ফলে বেশি জোরে চিৎকার করতে পারে না। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
  • Link to this news (প্রতিদিন)