• ২২টি মেট্রো বাড়লেও সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্লু লাইনে যাত্রী দুর্ভোগের অভিযোগ
    হিন্দুস্তান টাইমস | ২৫ আগস্ট ২০২৫
  • সপ্তাহের প্রথম কর্মদিবসেই মেট্রোতে যাত্রী দুর্ভোগ। সম্প্রতি প্রধানমন্ত্রী শিয়ালদা-এসপ্ল্যানেড এবং বিমানবন্দর-নোয়াপাড়া রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন। এই আবহে শহরের নর্থ-সাউথ, অর্থাৎ ব্লু লাইনে যাত্রীদের ভিড় বাড়বে বলে মনে করা হয়েছিল। সেই মতো আজ সপ্তাহের প্রথম কমদিবসেই দুর্ভোগ পোহাতে হল যাত্রীদের। প্ল্যাটফর্মে প্ল্যটফর্মে দেখা গেল ভিড়। এদিকে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে ব্লু লাইনে। অভিযোগ, তাও সময়মতো মেট্রোর দেখা মেলেনি। জানা গিয়েছে, মেট্রোর সিগন্যালিং বিভ্রাটের জেরে এই সমস্যা হয়েছে। শহিদ ক্ষুদিরাম মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে এই সমস্যা দেখা গিয়েছে।

    এদিকে এর আগে মেট্রো পরিষেবা বৃদ্ধির ঘোষণা করা হয় গত সপ্তাহের শেষ লগ্নে। গত শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে নর্থ-সাউথ ব্লু লাইনে ২৮৪টি মেট্রো চলবে। এর আগে এই রুটে কর্মদিবসগুলিতে চলত ২৬২টি মেট্রো। তবে এবার ২২টি মেট্রো বাড়িয়ে তা ২৮৪ করা হল। অর্থাৎ, ১৪২টি মেট্রো আপে ছুটবে এবং ১৪২টি ডাউনে।

    উল্লেখ্য, এসপ্ল্যানেডের সঙ্গে শিয়ালদা মেট্রো পথে জুড়ে যাওয়ায় নর্থ-সাউথ রুটে যাত্রীদের চাপ বাড়তে পারে। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে আসা অনেক যাত্রী নর্থ-সাউথ রুটে মেট্রো ধরতে পারেন। আবার শিয়ালদা যেতেও অনেকে মেট্রোতে চাপতে পারেন। এরই সঙ্গে নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটও চালু হয়েছে। সেই রুটের যাত্রীদেরও চাপ বাড়তে পারে নর্থ-সাউথ রুটে। এই কথা মাথায় রেখেই ব্লু লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হল।

    এদিকে এই রুটে সাধারণ কর্মদিবসে ৬টা ৫০ মিনিট থেকে শুরু মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রোটি শহিদ ক্ষুদিরামের দিকে রওনা দেবে সকাল ৬টা ৫৫ মিনিটে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে। অন্যদিকে, রাত ৯টা ৪৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশ্যে রওনা দেবে শেষ মেট্রোটি। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ মেট্রো রওনা দেবে রাত ৯টা ৩৪ মিনিটে। এদিকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৪ মিনিটে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)