• মেয়ের খোঁজে মামলা করেছিলেন স্কুলশিক্ষক, আক্রোশে কাটারির কোপে বাদ তাঁর হাতের পাঞ্জা
    এই সময় | ২৫ আগস্ট ২০২৫
  • স্কুলের শিক্ষকের উপর প্রাণঘাতী হামলা। প্রাণে বাঁচলেও ধারালো অস্ত্রের কোপে কাটা গেল শিক্ষকের ডান হাতের পাঞ্জা। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে কলকাতায় চিকিৎসার জন্য আনা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায় ঘটেছে এই ভয়াবহ ঘটনা। আক্রান্ত শিক্ষক ভগবানপুর এক ব্লকের সিমুলিয়ার বাসিন্দা।

    পুলিশ সূত্রের খবর, ওই শিক্ষকের উপর পুরোনো আক্রোশ থেকে এই হামলা হয়েছে। চার বছর আগে উধাও হয়ে যায় ওই শিক্ষকের নাবালিকা মেয়ে। থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন ওই শিক্ষক। পুলিশের কাছে পড়শি যুবক নন্দ মুড়ার বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগে আরও কয়েকজনের নাম ছিল। ওই অভিযোগের তদন্তে নামে ভগবানপুর থানার পুলিশ। পরে অন্তঃসত্ত্বা অবস্থায় পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে বাড়ি ফেরায়। এর পরে ওই শিক্ষক মামলা তুলে নিয়েছিলেন বলে সূত্রের খবর। সোমবার দুপুরে, ওই প্রাথমিক শিক্ষক যখন স্কুল যাচ্ছিলেন, সেই সময়েই হামলা চালায় নন্দ মুড়া। ধারালো অস্ত্র নিয়ে গলা লক্ষ্য আঘাত করতে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ডান হাত তুলে আড়াল করতে যান আক্রান্ত শিক্ষক। সেই কারণেই প্রাণ বাঁচলেও কবজি থেকে হাত বাদ চলে যায়।

    স্থানীয়রা রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় শিক্ষককে ভগবানপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করেন। ঘটনাস্থল থেকে পুলিশ কাটারি ও ডান হাতের কাটা পাঞ্জা উদ্ধার করেছে। অভিযুক্ত যুবক নন্দ মুড়া পলাতক। ভগবানপুর থানার ওসি শাহেনশা হক জানিয়েছেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকায় যাতে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য পুলিশের টহল রয়েছে।’

  • Link to this news (এই সময়)