• জীবনকৃষ্ণ সাহার ছয় দিনের ED হেফাজত, কী বললেন তদন্তকারী সংস্থার আইনজীবী?
    এই সময় | ২৬ আগস্ট ২০২৫
  • বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ছয় দিনের ইডি হেফাজতে থাকার নির্দেশ দিল আদালত। এ দিন বিকেলে জীবনকৃষ্ণকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ৬ দিনের জন্যে হেফাজতে নেওয়ার আবেদন করেছিল ইডি। সেই আবেদন মঞ্জুর করা হয়।

    ইডি-র আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, ‘উনি আমাদের সঙ্গে তদন্তে সহযোগিতা করেননি। সেই কারণেই ওঁকে গ্রেপ্তার করা হয়েছে।’ জিজ্ঞাসাবাদের আগেই উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন এবং মোবাইল ছুড়ে ফেলে দিয়েছিলেন বলেই দাবি করেন ইডি-র আইনজীবী।

    যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জীবনকৃষ্ণ সাহা। আদালতে তোলার আগে বিধায়ক সাংবাদিকদের জানান, তিনি আদৌ পালানোর চেষ্টা করেননি এবং মোবাইল ফেলে দেওয়ার অভিযোগ মিথ্যা। এমনকী তদন্তে সবরকম সাহায্য করা হয়েছে বলেও জানান জীবনকৃষ্ণ। তাঁর বক্তব্য, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

    জীবনকৃষ্ণের আইনজীবী এ দিন আদালতে দাবি করেন, তাঁর মক্কেল তদন্তে সবরকম সাহায্য করেন। এর আগে ৩ বার হাজিরাও দিয়েছেন। সমস্ত নথি জমা দেওয়া হয়েছে। এই মামলা থেকে জীবনকৃষ্ণকে মুক্তি দেওয়া হোক বলে আদালতে জানান তিনি। দুই পক্ষের সওয়াল শেষে জীবনকৃষ্ণকে ছয় দিনের ইডি হেফাজত দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)