জলপাইগুড়িতে ‘হিট’ রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, নাম নথিভুক্ত প্রায় চার লক্ষ অসংগঠিত শ্রমিকের
বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় জলপাইগুড়ি জেলায় নাম নথিভুক্ত করেছে ৩ লক্ষ ৮০ হাজার অসংগঠিত শ্রমিক। এর মধ্যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন ১ লক্ষ ৪৭ হাজার জন। প্রকল্পের বেনিফিট হিসেবে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত ৭৫ কোটি ৯০ লক্ষ ৩৭ হাজার টাকা খরচ করা হয়েছে। আবার এই প্রকল্পে নির্মাণ শ্রমিকদের পাশাপাশি পরিবহণ শ্রমিকদের নাম নথিভুক্ত করণে জোর দিয়েছে শ্রম দপ্তর। রাজ্যে এখনও পর্যন্ত ৪ লক্ষের বেশি পরিবহণ শ্রমিক ওই প্রকল্পে নাম লিখিয়েছেন। এর মধ্যে ৯১ হাজার ১৮৫ জন পরিবহণ শ্রমিককে ১০৫ কোটিরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে খবর। সেইসঙ্গে রাজ্যে ৭২৬৬ জন পরিবহণ শ্রমিক এই প্রকল্পে পেনশন পাচ্ছেন। যার মোট অর্থের পরিমাণ ৫৪ কোটি ৪২ লক্ষ টাকা।