প্রাইমারি স্কুলে ছাত্রীকে তালা বন্ধ করে বাড়ি চলে গেলেন শিক্ষক! জোর চাঞ্চল্য
বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এক ছাত্রীকে স্কুলের ক্লাসরুমে তালা বন্ধ করে রাখার অভিযোগ ঘিরে শোরগোল নদীয়ার ভীমপুরে। শনিবার ঘটনাটি ঘটেছে ভীমপুরের নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার পর থেকেই উত্তেজনা ছিল এলাকায়। অবশেষে সোমবার বিকেলের দিকে বিদ্যালয় পরিদর্শকের কাছে স্কুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসীরা। জানা গিয়েছে, শনিবার ওই স্কুলের শিক্ষকরা দুপুর ২ টোর আগেই স্কুল বন্ধ করে চলে যান। সেইসময় অঙ্কিতা মণ্ডল নামে এক ছাত্রী স্কুলের ভিতরেই ছিল। কিন্তু সে ক্লাসরুমে থাকা অবস্থাতেই স্কুল কর্তৃপক্ষ থাকা অবস্থাতেই তালা বন্ধ করে দিয়ে চলে যান বলে অভিযোগ। শেষ পর্যন্ত প্রতিবেশীদের সহযোগিতায় অঙ্কিতাকে স্কুল থেকে উদ্ধার করা হয়।সোমবার এই নিয়ে কৃষ্ণনগর সদর ৪ নম্বর চক্রের বিদ্যালয় পরিদর্শক এর কাছে লিখিত অভিযোগ জানান অভিভাবক এবং গ্রামের বাসিন্দারা। এদিন দুপুরের দিকে বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করতে আসেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে অভিযোগ জানানো হয়। তারপর প্রশাসনের তরফ থেকে সকলকে নিয়ে স্কুলে যাওয়া হয়। সেখানে স্কুল পরিদর্শকের উপস্থিতিতেই অভিভাবক এবং প্রধান শিক্ষকের মুখোমুখি কথা হয়।এ ব্যাপারে সদর চার নম্বর চক্রের তাপস রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার কাছে অভিযোগ জমা পড়েছি। অভিভাবকরা আমার কাছে এসেছিলেন তাদের সঙ্গেও কথা বলেছি। স্কুলেও গিয়েছিলাম। স্কুলের ভারপ্রাপ্ত ওই শিক্ষককে শোকজ করব। এরকম যাতে আগামী দিনে না হয় সেই নিয়ে স্কুলকে সর্তক করা হয়েছে।”