• বাংলাদেশি তকমা দিয়ে আটক করে অত্যাচার মহারাষ্ট্র পুলিসের! মৃত হাবড়ার শ্রমিক
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলা বলার ‘অপরাধ’এ প্রাণ গেল উত্তর ২৪ পরগনার হাবড়ার পরিযায়ী শ্রমিকের! অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য মহারাষ্ট্র পুলিসের হাতে অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বাংলায় ফিরিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হলেও প্রাণে বাঁচানো যায়নি ওই শ্রমিককে।জানা গিয়েছে, হাবড়ার আনোয়ারবেড়িয়ার বাসিন্দা গোলাম মণ্ডল বছর কয়েক আগে মুম্বইয়ের মীরা রোড এলাকায় কাজে যান। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলায় গত ৯ জুন মহারাষ্ট্র পুলিস তাকে বাংলাদেশি তকমা দিয়ে তুলে নিয়ে যায়। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখানোর পরেও সবই ভুয়ো বলে দাবি করে পুলিস। গোলামকে চার থেকে পাঁচ দিন আটকে রাখা হয়, এমনকী তার উপর অত্যাচার করা হয় বলেও অভিযোগ।পরিবারের দাবি, আটক করার পাঁচ দিন পর গোলামকে ছেড়ে দেয় পুলিস। কিন্তু ছাড়া পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই তাঁকে বাড়িতে ফিরিয়ে আনে পরিবারের সদস্যরা। হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। কিন্তু সুস্থ হচ্ছিলেন না গোলাম। অবশেষে হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসা হলে রবিবার রাতেই বাড়িতেই তাঁর মৃত্যু হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, সোমবার মৃত ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
  • Link to this news (বর্তমান)