‘দুর্নীতি দমন নয়, বিরোধী দমনই উদ্দেশ্য’, জীবনের গ্রেপ্তারিতে ইডিকে তোপ অভিষেকের
প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি দমন নয়। কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে বিরোধীদের দমিয়ে রাখাই উদ্দেশ্য কেন্দ্রের বিজেপি সরকারের। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ইডির গ্রেপ্তারির পর তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূলের অফিসিয়াল X হ্যান্ডলে শেয়ার করা ভিডিওয় অভিষেক বলেন, “একটি E হল ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। তাকে নিজের মতো ব্যবহার করা যায় না। দ্বিতীয়ত E হল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এর উদ্দেশ্য দুর্নীতি দমন নয়। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বিরোধীদের জেলে পাঠানো। বিজেপি সরকার সাধারণ মানুষ, কৃষক, গরিব, তফসিলি জাতি, উপজাতি, ভারত বিরোধী। বিজেপিকে একটিও ভোট দেওয়া মানে নিজের দেশের আত্মা, সংবিধানকে লোভী মানুষের হাতে বিক্রি করা। তারা দেশকে নিজেদের সম্পত্তি বলে মনে করে। এটা গণতন্ত্র নয়।”
প্রসঙ্গত, ‘দাগি’ মন্ত্রী-মুখ্যমন্ত্রী অপসারণ বিল নিয়ে চলছে জোর টানাপোড়েন। তারই মাঝে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে তৃণমূল বিধায়ক। সুপ্রিম কোর্টের জামিনের মাত্র দেড় বছরের মাথায় ফের তৃণমূল বিধায়কের গ্রেপ্তারির নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে শাসক শিবির। কারণ, তৃণমূলের তরফে বারবারই দাবি করা হয়, কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের কালিমালিপ্ত করতে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। ফের বিধায়কের গ্রেপ্তারিতে আরও একবার সেই একই অভিযোগে সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।