মালদহে পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার! নিষ্ক্রিয় করল পুলিশ
প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
বাবুল হক, মালদহ: পরিত্যক্ত বাড়ি থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা! পরে পুলিশ-প্রশাসন সেসব বোমা নিষ্ক্রিয় করল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের কালিয়াচকে। কীভাবে ওইসব বোমা সেখানে মজুত করা হল? সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
কালিয়াচকের ধুরিটোলা গ্রামে প্রায় ১০ মাস ধরে একটি বাড়ি পরিত্যক্ত হয়ে আছে। জানা গিয়েছে, বাড়ির মালিক সপরিবারে মালদহ জেলারই অন্য জায়গায় বসবাস করছেন। আজ, সোমবার সকালে ওই পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে উদ্ধার হল ওই বিপুল পরিমাণ বোমা। জানা গিয়েছে, স্থানীয়রা ওই বাড়ির এলাকায় গিয়েছিলেন। বাড়ির ভিতরে তিনটি জার রাখা ছিল। সেগুলি দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই কালিয়াচক থানায় খবর দেওয়া হয়।
কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। ওই বাড়ির ভিতর তল্লাশি চালানো হয়। দেখা যায় তিন জার ভর্তি টাটকা বোমা। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা ভিড় করেন ওই এলাকায়। সাধারণ বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকল ও বম্ব স্কোয়াডকে। তারা ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছু সময় পরে ওই বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়। সেগুলিকে লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই বোমা মজুত করল? কী উদ্দেশ্যে সেগুলি ওই বাড়িতে রাখা হয়েছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।