রাজাবাজারে চরম চাঞ্চল্য, আইনজীবীর উপর ধারালো অস্ত্রের কোপ! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এনআরএসে...
আজকাল | ২৬ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রবিবার গভীর রাতে রাজাবাজার মোড়ে ভয়ংকর কাণ্ড। আইনজীবীকে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ওই অঞ্চলে। আইনজীবীকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানেই শুরু হয় চিকিৎসা। কিন্তু কেন এই হামলা, তা এখনও অজানা।
আক্রান্ত ইনজীবীর নাম মজিদ আখতার (৩৫)। তিনি কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে প্র্যাকটিস করেন বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজাবাজার মোড়ে রাত ন'টা নাগাদ হঠাৎই দুই-তিন জন দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে এসে আচমকা ওই আইনজীবীর উপর হামলা চালায়। এই আইনজীবী রাত্রিবেলা খাবার নিয়ে ফিরছিলেন বাড়ির জন্য, সেই সময় অতর্কিত আক্রমণ হয় বলেই জানা যাচ্ছে। ওই অঞ্চল সেই সময়ে প্রায় জনশূন্য ছিল। অর্তকিতে এই হামলায় মজিদের মাথা, ঘাড় এবং হাতে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিদ আখতারকে উদ্ধার করে এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে খবর, রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত আইনজীবী। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এই মুহূর্তে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না বলেই জানিয়েছে তাঁর পরিবার।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এই হামলার পেছনে রয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রাথমিক অনুমান, এটি কোনও পুরনো শত্রুতার ফল হতে পারে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কয়েকদিন আগে একটি মামলার বিষয়ে বিতর্ক তৈরি হয়েছিল। জামিন সংক্রান্ত বিষয়ে সাফল্য না পাওয়ার কারণেই এই আইনজীবীর উপরে ক্ষোভ জন্মায় এবং সেখান থেকেই এ ধরনের প্রাণঘাতী হামলা চলে।
এই ঘটনায় রাজাবাজার এলাকায় যথেষ্ট আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তার কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনজীবী মহলে এই হামলা ঘিরে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত শুরু হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে কি আসল ঘটনা এবং কারা যুক্ত রয়েছে।