• আইনজীবীকে খুনের চেষ্টা, নেপথ্যে সম্পত্তি নিয়ে বিবাদ
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট এলাকায় আইনজীবী মজিদ আখতারকে চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় সম্পত্তি নিয়ে বিবাদের বিষয় সামনে এসেছে। ওই আইনজীবীকে অনেকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিস। যাঁরা তাঁকে হুমকি দিয়েছিল, রবিবার রাতে তারাই কি খুন করার চেষ্টা করেছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

    রবিবার রাত ৯টা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কেশব সেন স্ট্রিটের কাছে খাবার কিনে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ওই আইনজীবী। চপার দিয়ে তাঁর দুই হাতে ও পায়ে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত হন তিনি। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কেন তাঁর উপর হামলা, তার কারণ খুঁজতে গিয়ে পুলিস জেনেছে, আমহার্স্ট স্ট্রিট এলাকায় কয়েকশো বছরের পুরনো সম্পত্তি রয়েছে। যা ট্রাস্টি বোর্ডের অধীন। এই সম্পত্তি দেখভালের দায়িত্বে ছিলেন মজিদ। ওই আইনজীবীর ঘনিষ্ঠদের দাবি, এই সম্পত্তি অনেকদিন ধরেই দখলের চেষ্টা করছে একদল দুষ্কৃতী। তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু মজিদ বাধা হয়ে দাঁড়িয়েছেন। এমনকী, জাল নথি তৈরি করে এই সম্পত্তি হাতবদলও হয়েছে। এই আইনজীবী তা জেনে যাওয়ায় তিনি প্রতিবাদ করছিলেন। এই সম্পত্তি দখল করে কেউ বা কারা বহুতল গড়তে চায়। সেকারণেই দুষ্কৃতীদের সামনে রেখে তারা বারবার এখানে ঢোকার চেষ্টা করছে। মজিদের পাল্টা গোষ্ঠীর দাবি, এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই আইনজীবীর হাতে রয়েছে। এই সুযোগে তিনি ওই সম্পত্তির একাংশ দখল করে ফেলেছেন। নিজেকেই মালিক বলে দাবি করছেন বিভিন্ন জায়গায়। এমনকী তা বিক্রিও করে দিয়েছেন মোটা টাকায়। কিন্তু যিনি কিনেছেন, তাঁকে জমির নথি ও অন্যান্য কাগজপত্র দিতে পারছেন না। যে কারণে বিবাদ চলছিল মজিদের সঙ্গে। লেনদেন সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে। ওই আইনজীবী সুস্থ হলে তাঁকে এ বিষয়ে জেরা করবেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)