নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত তিনজন ‘কুখ্যাত’ যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিস। তাঁদের কাছ থেকে একটি পাইপগান, দু’রাউন্ড কার্তুজ সহ চুরি করার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, রবিরার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সুবীর সরকার ওরফে টাকলা, দেবু মুখোপাধ্যায় ওরফে দেবা এবং জামির শিকারি ওরফে বাবুসোনা। তারা বিভিন্ন থানা এলাকায় প্রায় ১৫টির বেশি চুরির ঘটনায় যুক্ত রয়েছে বলে জানতে পেরেছে পুলিস।