• আইনজীবীকে মার, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকে আইনজীবীকে মারধরের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। দিনকয়েক আগে গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে কলকাতা হাইকোর্টের আইনজীবী মনুজেন্দ্র নারায়ণ রায়কে পুলিস মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনায় বিধাননগর পুলিসের ডিসিকে সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা দমন শাখাকে এই ঘটনায় নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে ডিসির নজরদারিতে গোয়েন্দা শাখাকে তদন্ত চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

    সোমবার শুনানিতে মামলাকারীর আইনজীবী অনিন্দ্য লাহিড়ি আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানান। রাজ্যের তরফে জানানো হয়, অভিযোগ দায়ের হয়েছে। আইন সকলের জন্য সমান। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা তদন্ত করছে। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।
  • Link to this news (বর্তমান)