• লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • আধার কার্ড জালিয়াতি কাণ্ডে জড়িত অভিযোগে গ্রেফতার হলেন আরও এক যুবক। পুলিশ জানায়, ধৃতের নাম জিয়ারুল দালাল। তাঁর বাড়ি তালড্যাংরার রাজপুরে। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে খাতড়া আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

    প্রশাসনের অভিযোগ, নিজের সাইবার ক্যাফে থেকে আধার কার্ড জালিয়াতি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিতেন রাজপুরের মনিরুল খান। ওই প্রকল্পের টাকা ছ’মাস ধরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। পরে বিষয়টি ব্লক প্রশাসন ধরে ফেলে। ব্লক প্রশাসনের অভিযোগের ভিত্তিতে মনিরুলকে গ্রেফতার করে তালড্যাংরা থানার পুলিশ।

    পুলিশের দাবি, মনিরুলকে নিজেদের হেফাজতে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। এই কাজে তাঁর ক্যাফেতে সহযোগী ছিলেন জিয়ারুল।মনিরুলের মতো জিয়ারুলও জাল আধার দিয়ে কয়েক মাস ওই প্রকল্পের টাকা হাতিয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ জিয়ারুলকে গ্রেফতার করে এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা জানতে চাইছে।

    পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে, মহিলাদের ছবি বসিয়ে জাল আধার কার্ড তৈরি করে দুয়ারে সরকারের শিবিরে আবেদন করেন তাঁরা দু’জনে। তারপরে প্রকল্পের টাকা জমা পড়তে থাকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

    তবে ওই প্রকল্পের টাকা পুরুষেরা কী ভাবে পেলেন? লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে আবেদনের গুরুত্বপূর্ণ নথি কি ঠিকঠাক খতিয়ে দেখা হয়নি? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ব্লক প্রশাসন এই ঘটনার পরে সতর্ক হয়েছে। প্রশাসনের তরফে কর্মী আধিকারিকদের নথি খতিয়ে দেখার বিষয়ে সতর্ক করা হয়েছে।

    ব্লক প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, অনেক আবেদনের ভিড়েই নজরদারির ফাঁক গলে এ ধরনের সমস্যা হয়েছিল। তবে পরে জালিয়াতি ধরা পড়েছে।

    পুলিশ হেফাজত শেষে এ দিন মনিরুলকেও খাতড়া আদালতে তোলা হয়। তোলা হয়েছিল জিয়ারুলকেও। আদালতে দু’জনকে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)