পুলিশকে কুকথা বলা এবং হুমকি দেওয়ার অভিযোগে বিজেপির ব্যারাকপুর বিধানসভার আহ্বায়ক বিশাল জায়সওয়ালকে শনিবার গ্রেফতার করেছে টিটাগড় থানা। আর এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে গত ১৪ অগস্ট পথ অবরোধ করেছিল বিজেপি। পুলিশ তা তুলতে গেলে তাদের সঙ্গে বিশাল-সহ কয়েক জনের বচসা বেধেছিল। এই গ্রেফতারি নিয়ে বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী রবিবার বলেছেন, “পুরসভা দুর্নীতি করেছে, কাজ করেনি। এর বিরুদ্ধে এবং নাগরিক সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন হয়েছিল। পুলিশ তাতে হামলা চালায়। আর এখন রাজনৈতিক উদ্দেশ্যে ভয় দেখাতে আমাদের কর্মীদের ধরপাকড় করছে।” অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন, “যত দূর শুনেছি ওঁরা আন্দোলন করতে গিয়ে পুলিশের গায়ে হাত তুলেছেন, গালিগালাজ করেছেন। তাই পুলিশ সম্ভবত নিজেরাই মামলা করেছে।”