এখনও কাঁটাতার বসেনি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। সে সুযোগে বৃষ্টির মধ্যে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের পুলিশকর্তা মহম্মদ আরিফুজ্জামানের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ ওঠায় অবাক হচ্ছেন না সীমান্ত এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, ওই এলাকায় খোলা সীমান্ত এবং মজে যাওয়া সোনাই নদীকে কাজে লাগিয়ে আকছার অনুপ্রবেশ ও দুষ্কৃতী-দৌরাত্ম্য চলে। এ বার বাংলাদেশের এক পুলিশকর্তা ধরা পড়লেন, এই যা! বর্তমানে তিনি বসিরহাট সংশোধনাগারে রয়েছেন।
উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তার প্রায় ৩১৫ কিলোমিটার। এর মধ্যে স্থলসীমান্ত প্রায় ১৫০ কিলোমিটার। যার মধ্যে হাকিমপুর-সহ কাঁটাতার নেই প্রায় ৫০-৬০ কিলোমিটার অংশে। প্রশাসন ও বিএসএফ সূত্রের দাবি, স্বরূপনগরের ওই এলাকায় জমি-জটের কারণে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আটকে আছে। তবে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত লাগোয়া এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার পরে, সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। গ্রামবাসী জানান, সীমান্তে কাঁটাতার বসাতে তাঁরা জমি দিতে চান। তবে ‘ন্যায্য’ মূল্য ও পুনর্বাসন চাই।