• চতুর্থ সিমেস্টারের পাঠ্য বই ছেপে আসবে কবে, প্রশ্ন পড়ুয়াদের
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • উচ্চ মাধ্যমিক স্তরে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শেষের পরপরই শুরু হয়ে যাবে চতুর্থ সিমেস্টারের পঠনপাঠন। কিন্তু অধিকাংশ প্রকাশনা সংস্থার অভিযোগ, তারা এখনও চতুর্থ সিমেস্টারের বই প্রকাশের জন্য প্রয়োজনীয় টেক্সট বুক নম্বর (টিবি নম্বর) পায়নি। সংশ্লিষ্ট সংস্থা সূত্রে জানা যাচ্ছে, তারা বেশ কয়েক মাস আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বই জমা দিয়েছে। অথচ এখনও সেই সব বই রিভিউ হয়ে টেক্সট বুক নম্বর আসেনি। ওই নম্বর না এলে বই ছাপতে দেওয়াও যাচ্ছে না। ফলে, পড়ুয়ারা ঠিক সময়ে চতুর্থ সিমেস্টারের বই হাতে পাবে কিনা, উঠছে সেই প্রশ্ন।

    উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা, ইংরেজি ও সংস্কৃত বই পড়ুয়ারা বিনামূল্যে পায়। বাকি বিষয়ের বই তাদের কিনতে হয়। পড়ুয়ারা জানাচ্ছে, তৃতীয় সিমেস্টার শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর। শেষ হবে ২২ সেপ্টেম্বর। তার পরেই ক্লাস শুরু হযে যাবে চতুর্থ সিমেস্টারের। তাদের প্রশ্ন, ঠিক সময়ে বই না পেলে কী ভাবে চতুর্থ সিমেস্টারের পাঠ্যক্রম শেষ করা সম্ভব? কারণ, চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। ফলে, পুজো মিটলে এমনিতেই পড়ার সময় পাওয়া যাবে কম। তাই ঠিক সময়ে বই পাওয়া জরুরি।

    পাঠ্য বইয়ের প্রকাশনা সংস্থাগুলির সংগঠন ‘বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘এখনও কোনও প্রকাশনা সংস্থাই টিবি নম্বর পায়নি। দ্রুত সেই নম্বর পাওয়ার জন্য আমরা সংসদের কাছে আবেদন করেছি।’’ একটি প্রকাশনা সংস্থার কর্ণধার বলেন, ‘‘নতুন নিয়মে তৃতীয় এবং চতুর্থ সিমেস্টার নিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। ফলে, যে সব স্কুলে পরীক্ষা কেন্দ্র পড়বে, সেখানে পঠনপাঠন হওয়ার সম্ভাবনা কম। শিক্ষকেরা পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে, তাঁদের পক্ষে চতুর্থ সিমেস্টারের বই দেখা হয়তো সম্ভব নয়। কিন্তু বইগুলির গুণগত মান দেখে কোন বই কিনতে হবে, তাঁরা পড়ুয়াদের বলবেন। এ দিকে, ২২ সেপ্টেম্বরের পরে পুজোর ছুটি পড়ে যাবে। তাই তৃতীয় সিমেস্টারের আগে চতুর্থ সিমেস্টারের বই চলে এলে ভাল হত।’’

    উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ‘‘বইগুলির কোথাও যাতে ভুল না থাকে, সেটা দেখার জন্য দু’বার রিভিউ করা হয়। রিভিউ প্রক্রিয়া প্রায় শেষ। দ্রুত টিবি নম্বর দেওয়া হবে। কিছু বইয়ের টিবি নম্বর দেওয়া হয়ে গিয়েছে। বইগুলি সংসদের প্রধান কার্যালয়ের নীচে বিপণিতেও পাওয়া যাবে।’’
  • Link to this news (আনন্দবাজার)