বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্স’-এ গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস। যিনি চল্লিশের দশকের কলকাতায় ‘গোপাল পাঁঠা’ নামেই পরিচিত ছিলেন। বিবেকের ছবিতে সেই চরিত্রে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি এ নিয়ে নানা নেতিবাচক মন্তব্য শুনেও চুপ ছিলেন তিনি। কিন্তু আর পারলেন না নিজেকে আটকে রাখতে।
গত কয়েকদিন ধরে অসুস্থ সৌরভের বাবা। হাসপাতালে ভর্তি রয়েছেন। বড় অস্ত্রোপচার হয়েছে তাঁর। অভিনেতাদের জীবনে বিতর্ক নতুন কিছু নয়। বিশেষত সমাজমাধ্যমের বাড়বাড়ন্তে অনেক সময় আরও বেশি সমস্যায় পড়তে হয় তাঁদের। যার ফলে মাসুল গুনতে হয় তাঁদের পরিবারকেও। সৌরভের পরিবারও এই মুহূর্কে অশান্তিতে দিন কাটাচ্ছে। এক দিকে বাবার অসুস্থতা, তার সঙ্গে জুড়েছে বিবেকের ছবিতে তাঁর অভিনয় করা নিয়ে ক্রমবর্ধমান বিতর্ক। সোমবার হাসপাতাল থেকে অসুস্থ বাবাকে দেখে বেরিয়ে আরও বেশি করে এই পরিস্থিতি ভাবাচ্ছে তাঁকে। তবে হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতা লিখলেন, “নিজেকে নিয়ে আমি গর্বিত।”
জানা গিয়েছে, অস্ত্রোপচার শেষে জ্ঞান ফেরার পরেই ছেলে সৌরভকে একটি প্রশ্ন করেছেন তাঁর বাবা। অভিনেতার বাবার প্রশ্ন, কেন সৌরভের নামে খারাপ কথা বলছে সবাই? এর কোনও চটজলদি কোনও উত্তর ছিল না অভিনেতার কাছে। সৌরভ এর পরে সমাজমাধ্যমে লিখলেন, “হাসপাতাল থেকে ফেরার পথে ভাবছিলাম, এই পেশা আমাকে যা খ্যাতি দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে কষ্ট। যে কোনও মা-বাবার এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে, যতই তাঁরা সন্তানকে নিয়ে গর্বিত হোন না কেন।” তাই বিষাক্ত পরিবেশ, নেতিবাচকতাকে দূরে রেখে বড় স্বপ্ন দেখার কথা বলেছেন সৌরভ। নিজের অভিনয় যাত্রা, কাজ — সব কিছু নিয়ে গর্বিত তিনি।