• পুরুষসঙ্গীর সঙ্গে আনন্দপুরের হোটেলে রাত্রিবাস, সকালে উদ্ধার বার ডান্সারের দেহ
    এই সময় | ২৬ আগস্ট ২০২৫
  • মঙ্গলবারে সকালে কলকাতার আনন্দপুরে চাঞ্চল্য। সেখানকার এক হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক তরুণীকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই তরুণী পেশায় পানশালার নর্তকী বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

    পুলিশ জানায়, ওই তরুণী মহম্মদ চাঁদ নামে তাঁর এক বন্ধুর সঙ্গে ওই হোটেলে গিয়েছিলেন। রাতে সেখানে একসঙ্গেই ছিলেন তাঁরা। জানা গিয়েছে, রাতে তাঁরা একসঙ্গে দীর্ঘক্ষণ মদ্যপান করেন। পরে তরুণীর সঙ্গী সেখান থেকে চলে যান। কিন্তু তরুণী অসুস্থ বোধ করায় গেস্টহাউসেই রয়ে যান। মঙ্গলবার সকালে ওই ঘর থেকেই মেলে তাঁর অচৈতন্য দেহ। অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবনের কারণে মৃত্যু কি না খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃত্যুর কারণ জানতে তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

    অন্যদিকে, আনন্দপুর থানা এলাকায় বাইপাসের কাছে এ দিনই একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। এখনও ওই ব্যক্তি কোনও পরিচয় জানা যায়নি। তদন্ত করছে পুলিশ

    অপর একটি ঘটনায়, মঙ্গলবারই কলকাতার নোনাডাঙায় একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

  • Link to this news (এই সময়)