জয়েন্টের পর এবার ফলপ্রকাশ প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষার। সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ফল বের হয়। এই ফলপ্রকাশের ক্ষেত্রে দেখা গিয়েছে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। গত ৯ আগস্ট প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি মামলায় জটের কারণে তা বারংবার পিছিয়ে যায়। অবশেষে সোমবার এই ফল প্রকাশ হয়। পরীক্ষার ফল দেখা যাবে রাজ্যের জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এতদিন পর পরীক্ষার ফল দেখে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। ফলপ্রকাশের পরে এবার সফল শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের প্রক্রিয়া শুরু করা হবে। আজ এই কাউন্সিলিংয়ের সময়সূচি প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়।
প্রেসিডেন্সির প্রবেশিকার ফলপ্রকাশের পর দেখা গিয়েছে, পরীক্ষায় ৯৯.১৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। পরীক্ষা দিয়েছিল ৫ হাজার ২৬২জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে ৯৯.৫৩ শতাংশ মেয়ে ও ৯৮.৮১ শতাংশ ছেলে। পরীক্ষার ফলপ্রকাশের তালিকায় দেখা গিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে পাশ করা পড়ুয়াদের তুলনায় অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের পাশ করার সংখ্যা বেশি। উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পাশের মাত্রা ৯৮.৭৬ শতাংশ এবং অন্যান্য বোর্ডের পড়ুয়াদের পাশের মাত্রা ৯৯.৬৬ শতাংশ।