আরজি করে ভাঙচুরের ঘটনার অভিযোগে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, বিকাশ ঝা সহ ৮ জনকে সোমবার বিনাশর্তে জামিন দিল আদালত। বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে শিয়ালদহ কোর্ট ৮ জনকে ১ হাজার টাকার বন্ডে জামিন দেয়। মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, দেবাঞ্জন, পৌলোমী, বিকাশ ঝা-সহ আটজনকে জামিন দেওয়া হয়।
গত বছর আরজি করের নির্ভয়ার বিচারের দাবিতে রাত জেগেছিল শহর থেক গ্রাম। সেদিন আরজি কর হাসপাতালে মাঝরাতে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় মীনাক্ষী, কলতানের পাশাপাশি আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তিনটি মামলা হয় তাঁদের নামে। দুটি মামলা দায়ের হয় টালা থানায়, আর একটি উল্টোডাঙা থানায়।
এরপরে সোমবার সাক্ষীদের বয়ান, সিসিটিভি ফুটেজ যাচাই করে কলকাতা পুলিশ চার্জশিট পেশ করে। সোমবার শিয়ালদহ এসিজেএম আদালতে চার্জশিট পেশের পরে আত্মসমর্পন করেন মীনাক্ষী সহ বাম নেতানেত্রীরা। এরপরে আদালত এই মামলায় মীনাক্ষী সহ ৮ জনকে ১ হাজার টাকার বন্ডে নিঃশর্তে জামিন দেয়।