• ‘সিবিআই এখন গ্যালারি শো করছে’, রাজ্য পুলিশেই আস্থা হাইকোর্টের
    দৈনিক স্টেটসম্যান | ২৬ আগস্ট ২০২৫
  • সিবিআই তদন্তে কি তাহলে ভরসা নেই বিচারপতির? খেজুরির জোড়া মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের বদলে রাজ্য পুলিশের উপর বিচারপতি আস্থা রাখায় এমন প্রশ্নই উঠেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানিতে সোমবার সিবিআই তদন্তের আর্জি খারিজ করে চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন, ‘সিবিআই এখন গ্যালারি শো করছে!’ মঙ্গলবার সকালে এই মামলা নিয়ে চূড়ান্ত নির্দেশ দেবেন বিচারপতি।

    ঘটনার সূত্রপাত হয়েছিল জুলাই মাসের ১১ তারিখ। মহরম উপলক্ষে খেজুরি থানার ভাঙনমারি গ্রামে একটি অনুষ্ঠান হয়েছিল। তার পরের দিন অনুষ্ঠান মঞ্চের কাছে সুধীর পাইক এবং সুজিত দাস নামক দুজনের দেহ উদ্ধার হয়। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছিলেন, দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁদের পরিবার মৃত্যুর এই কারণ মানতে নারাজ। তাঁদের দাবি, মৃতদের দেহে একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাই কোনওভাবেই এটি স্বাভাবিক মৃত্যু নয়।

    তৃণমূলের পক্ষ থেকেও জানানো হয়, ওই দু’জনের মৃত্যু স্বাভাবিক। তবে বিজেপি পাল্টা দাবি করে যে ধর্মীয় কারণে খুন করা হয়েছে তাঁদের। এই অবস্থায় একমাত্র ভরসা ছিল ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে হাতে পেয়ে পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে দু’জনের। কিন্তু পরিবার তাঁদের কথায় অনড় ছিলেন। তাঁরা নিশ্চিত ওইদু’জনকে খুন করা হয়েছে। তাই তাঁরা ফের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

    প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন খারিজ করে ময়নাতদন্তে যুক্ত থাকা চিকিৎসকদের বক্তব্য রেকর্ড করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মৃতদের পরিবার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। ডিভিশন বেঁচে মামলা গেলে পরিবারের আবেদন মেনে নেওয়া হয় এবং দ্বিতীয়বার তদন্তের নির্দেশ দেওয়া হয়। কিন্তু বলা হয়, মামলার শুনানি চলবে বিচারপতি ঘোষের একক বেঞ্চ। সোমবার সেই শুনানিতে দুই পরিবার সিবিআই তদন্তের আবেদন করেছিলেন। কিন্তু বিচারপতি তা মানতে চাননি। তাঁর

    পর্যবেক্ষণ অনুযায়ী তিনি জানান, এই ঘটনার তদন্তের দায়ভার থাকবে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি উপর। সিট গঠন করা হবে যার নেতৃত্বে থাকবে ডিআইজি সিআইডি। এই সিট ঘটনার তদন্ত করবে। এছাড়াও তদন্তকারী দলে থাকবেন হোমিসাইড শাখার অফিসার। তদন্তে কতটা অগ্রগতি হয়েছে এক মাস পর আদালতে তার একটি রিপোর্ট পেশ করা হবে। এরপরই মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতি মন্তব্য করেন যে, রাজ্য পুলিশই তদন্ত সামলাবে, কারণ ‘সিবিআই এখন গ্যালারি শো করছে’। মামলা নিয়ে এখনও চূড়ান্ত কোনও নির্দেশ দেননি বিচারপতি। মঙ্গলবার সেই নির্দেশ দেবেন।

    আইনজীবীদের অনেকেই মনে করছেন, বিচারপতি সিবিআই তদন্তের উপর আর ভরসা করতে পারছে না। তাই হয়তো মামলার তদন্তের জন্য রাজ্য পুলিশের তদন্তের উপরই বেশি ভরসা করছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)