• কোথাও কিছু নেই, পেট্রল পাম্পে হঠাৎই জ্বলতে শুরু করল দেড় লক্ষের বাইক, শোরগোল হুগলিতে
    এই সময় | ২৭ আগস্ট ২০২৫
  • নামী কোম্পানির বাইক, দাম না না করে দেড় থেকে দু’লক্ষ টাকা। হঠাৎ করে কোনও কারণ ছাড়াই দাউ দাউ করে জ্বলতে শুরু করল সেই বাইক! মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলাতে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইকের মালিক আনন্দ ঘরামি এবং তাঁর ছেলে।

    জানা গিয়েছে, সোমবারই আনন্দর বাবার মৃত্যু হয়। মঙ্গলবার একটি দরকারি কাজে তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। চণ্ডীতলায় একটি পেট্রল পাম্পে বাইকে তেল ভরতে যান। বাইকের সামনে তেলের ট্যাঙ্কের উপরে বসেছিল ছেলে। কিন্তু ট্যাঙ্কের উপরে বসে বিস্তর গরম লাগছিল তাঁর। বাবাকে বিষয়টি বলার পর ছেলেকে বাইক থেকে নামিয়ে দেন আনন্দ। হঠাৎ বাইকটি থেকে ধোঁয়া বের হতে দেখেন তিনি। বাইক থেকে নেমে দাঁড়ানোর পরে কোনও কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাইকটি। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় এই দেড়লাখি বাইক। তড়িঘড়ি আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন পেট্রল পাম্পের কর্মীরা।

    আনন্দ বলেন, ‘কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না। অল্পের জন্য আমি এবং আমার ছেলে প্রাণে বেঁচে গিয়েছি। ভবিষ্যতে আর কোনওদিন বাইক চালাতে পারব কি না, তা বুঝতে পারছি না।’

  • Link to this news (এই সময়)