বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপের ইঙ্গিত তৃণমূল শীর্ষ নেতৃত্বের...
আজকাল | ২৭ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বিপুল রদবদলের ইঙ্গিত দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার কলকাতার ক্যামাক স্ট্রিটে তিনি জঙ্গিপুর সাংগঠনিক জেলার দলের সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, চেয়ারম্যান জাকির হোসেন-সহ সাংঠনিক জেলার সমস্ত বিধায়ক, শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে দীর্ঘ প্রায় তিন ঘন্টা বৈঠক করেন। প্রসঙ্গত, এর আগেই অভিষেক ব্যানার্জি বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর সাংগঠনিক বৈঠক সেরেছেন।
এদিনের বৈঠকে উপস্থিত একাধিক বিধায়ক জানিয়েছেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি কীভাবে বাড়ানো যাবে তা নিয়ে অভিষেক ব্যানার্জি দলের সমস্ত নেতাদের কাছ থেকে তাঁদের মতামত জানতে চান। এদিনের বৈঠক থেকে অভিষেক ব্যানার্জি দলের সমস্ত স্তরের নেতাকে আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রচার এবং প্রস্তুতির জন্য নেমে পড়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি সাংগঠনিক জেলা সভাপতিদের প্রত্যেক মাসে কমপক্ষে দু'বার সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, উপপ্রধান এবং শাখা সংগঠনের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এছাড়াও এই বৈঠকে দলের সমস্ত বিধায়ককে রাজ্য সরকারের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচিতে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। তবে বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দলের ব্লক স্তরে সাংগঠনিক রদবদল। সূত্রের খবর, এদিনের বৈঠকে উপস্থিত সমস্ত নেতৃত্বের কাছে অভিষেক ব্যানার্জি সাংগঠনিক জেলায় ও ব্লক স্তরে গুরুত্বপূর্ণ কিছু রদ বদলের ইঙ্গিত দিয়েছেন।
সাংগঠনিক জেলায় গত লোকসভা এবং বিধানসভার নির্বাচনের ফলাফল বিশ্লেষণের পর যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস কিছুটা খারাপ ফল করেছে সেই জায়গায় কীভাবে 'ক্ষত ' মেরামত করা হবে তা নিয়েও দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করেছেন অভিষেক ব্যানার্জি।