সংবাদদাতা, ময়নাগুড়ি: রেশনের কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হয়েছে ৯৮.৮১ শতাংশ গ্রাহকদের। গতকাল অর্থাৎ সোমবার একথা জানালেন ময়নাগুড়ি ব্লকের খাদ্য দপ্তরের পরিদর্শক রাজেশ পন্ডিত। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকে রেশন ডিলার রয়েছেন ৬০ জন। গ্রাহক রয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার। যারা ই-কেওয়াইসি করেননি তাদের দ্রুত সেটি করার জন্য বলে দেওয়া হয়েছে দপ্তর থেকে।পাশাপাশি রেশন তুলতে গিয়ে যাদের কার্ড মেশিনে হলুদ রং দেখাচ্ছে তাঁদের ওয়ার্নিংও দেওয়া হচ্ছে। জানানো হয়েছে, নীল থাকলে দ্রুত বন্ধ হয়ে যাবে কার্ড এবং লাল থাকলে বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র সবুজ থাকলে তা অ্যাকটিভ রয়েছে। সকলে যেন রেশন পায় মূলত সেই কারণেই খাদ্য পরিদর্শকের পক্ষ থেকে প্রতিনিয়ত গ্রাহকদের ই-কেওয়াইসি করে নেওয়ার জন্য বার্তা দেওয়া হচ্ছে।