• মোদীর ‘চোর’ মন্তব্যে বর্ধমানের সভা থেকে তীব্র আক্রমণ মমতার
    দৈনিক স্টেটসম্যান | ২৭ আগস্ট ২০২৫
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরে বাংলার তৃণমূল সরকারকে “চোর” বলে আখ্যা দেওয়ার পর মঙ্গলবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, “বাংলাকে চোর বলার সাহস কীভাবে পেলেন প্রধানমন্ত্রী? সম্মান করি আপনার চেয়ারকে, কিন্তু বাংলার মানুষকে চোর বলা মেনে নেওয়া যায় না।”

    মমতা পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “সবচেয়ে বড় চোর আপনাদের ডবল ইঞ্জিন সরকার—উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে চোরেদের মদত দিচ্ছেন আপনারাই। চোর সর্দারদের সঙ্গে বৈঠক করছেন, আর বাংলাকে অপমান করছেন।”

    প্রধানমন্ত্রীর সফর নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “ইলেকশন এলেই পরিযায়ী শ্রমিকের মতো বাংলায় আসছেন। আসুন, আমি চাই রোজ আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি—সবই পাচ্ছেন ফ্রিতে। কিন্তু বাংলাকে অপমান করার অধিকার কাউকে দিই না।”

    নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, “ইলেকশন কমিশন যেন বিজেপির ললিপপ হয়ে গিয়েছে। কিন্তু মানুষ সব দেখছে, মানুষ ক্ষমা করবে না।”

    কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বঞ্চনা নিয়েও তৃণমূল নেত্রী ফের সরব হন। অভিযোগ, “১৮৬টি প্রতিনিধিদল এসেছে, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবু বাংলাকে শূন্য দেখানো হচ্ছে, উন্নয়নের টাকা আটকে দেওয়া হচ্ছে। এত বঞ্চনা বাংলার মানুষ মানবে না।”

    রাজনৈতিক মহল মনে করছে, ছাব্বিশের ভোটের আগে কেন্দ্র-বিরোধী সুর আরও তীব্র হবে তৃণমূল শিবিরে। আর বঞ্চনা, অপমান ও উন্নয়নের দাবিকে হাতিয়ার করেই রাজনৈতিক লড়াই আরও চড়তে চলেছে আগামী দিনে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)