• ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুুন, মন্তেশ্বরে শোরগোল
    এই সময় | ২৭ আগস্ট ২০২৫
  • মন্তেশ্বর থানার কুসুমগ্রাম পঞ্চায়েতের আকবরনগর গ্রামে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের নাম গোলাম মোস্তফা মণ্ডল(৭০)। বাড়ি আকবরনগর গ্রামে। ধৃতের নাম জাহিদুল মণ্ডল। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোলাম মোস্তাফা মণ্ডল সকালে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। সেই সময়ে জাহিদুল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। গুরুতর জখম হয় গোলাম মোস্তাফার। এর পরে পরিবারের অন্যান্য সদস্যরা খবর দেন মন্তেশ্বর থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে গোলাম মোস্তাফাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা হাসপাতালের মর্গে। 

    মৃতের মেয়ে রোসনা বিবি বলেন, ‘দীর্ঘদিন ভাইয়ের সঙ্গে অশান্তি হতো বাবার। যদিও কী কারণ নিয়ে মনোমালিন্য ছিল, তা ঠিক জানা নেই।’ গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। কী কারণে বাবা এবং ছেলের মধ্যে অশান্তি বেঁধেছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

  • Link to this news (এই সময়)