বাড়ি থেকে এক কিমি দূরত্বে নিখোঁজ ব্যবসায়ীর বাইক উদ্ধার, খুনের আশঙ্কা
বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
সংবাদদাতা, মানিকচক: মানিকচকের নিখোঁজ জমি ব্যবসায়ীর মোটর বাইক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার বাড়ি থেকে ১ কিমি দূরে একটি আম বাগান থেকে বাইকটি চাবি লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিস। এই ঘটনার পর পরিবারের জোরালো দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে। বড় কোনও ক্ষতি হওয়ার আগে তাঁকে উদ্ধার করুক পুলিস। যদিও তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।
মানিকচকের এনায়েতপুর পঞ্চায়েতের মিরাগ্রামের বাসিন্দা শেখ আদিল দীর্ঘদিন ধরে এলাকায় জমি কেনা বেচার সঙ্গে যুক্ত। শনিবার ফোন আসার পর তিনি বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে প্রথমে নিখোঁজ ও পরে অপহরণের অভিযোগ করা হয় মানিকচক থানায়। তদন্ত শুরু করেছে পুলিস। তার মধ্যেই এদিন চৌকি মিরদাদপুরের একটি নির্জন আম বাগান থেকে তাঁর বাইক উদ্ধার হয়।
নিখোঁজ ব্যবসায়ীর দাদা শেখ কাদের বলেন, তিন দিন হল ভাইয়ের কোনও খোঁজ নেই। এদিন সকালে বাইক উদ্ধার হয়েছে। তবে বাড়ি থেকে মাথায় হেলমেট নিয়ে বেরিয়েছিল ভাই। বাইক চাবি সহ উদ্ধার হলেও হেলমেট পাওয়া যায়নি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের অনুমান ব্যবসা সংক্রান্ত কারণে ভাইকে অপহরণ করা হয়েছে। পুলিস দ্রুত উদ্ধার না করলে বড় ক্ষতি হয়ে যেতে পারে।
আদিলের কোনও খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী সহ পরিবারের সদস্যরা। অন্যদিকে নিখোঁজ ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে মানিকচক থানার পুলিস। এবিষয়ে মানিকচক থানার এক আধিকারিক বলেন, নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বাইক উদ্ধার হয়েছে। তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত ফলাফল সামনে আসবে। নিজস্ব চিত্র।