শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে তিনদিনের গণেশপুজো শুরু
বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
টোটোন বর্মন, শীতলকুচি: বাঙালির মেগা উৎসব দুর্গাপুজোর আগে গণেশপুজোয় মাতলেন শীতলকুচির বাসিন্দারা। শীতলকুচি গণেশপুজো কমিটির আয়োজনে এ বছর এই পুজো অষ্টম বর্ষে পড়ল। শীতলকুচি মার্কেট কমপ্লেক্স চত্বরে পুজোর প্যান্ডেল তৈরি করা হয়েছে। বাহারি ফুল ও ঝকমকে আলোকসজ্জা দিয়ে পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বিগত বছরগুলির মতো এবারও তিনদিন ধরে রীতি মেনে পুজো হবে। চলবে বিভিন্ন ধরনের কর্মসূচি।
মঙ্গলবার সিতাই থেকে গণেশ প্রতিমা নিয়ে আসা হয়েছে। আজ, বুধবার সকালে পুজো, তারপর হবে ভোগ বিতরণ। দুপুরে অঙ্কন প্রতিযোগিতা। কাল, বৃহস্পতিবার সকালে পুজো ও সন্ধ্যা আরতির পর দর্শনার্থীদের মধ্যে লুচি ও হালুয়া প্রসাদ বিতরণ করা হবে। পরের দিন শুক্রবার হোমযজ্ঞের মধ্য দিয়ে শেষদিনের পুজো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ওই দিন সন্ধ্যায় স্থানীয় কচিকাঁচাদের নৃত্যানুষ্ঠান ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান মঞ্চস্থ হবে। উদ্যোক্তাদের দাবি, প্রতিবছর তাঁদের পুজোয় কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম হয়।
এবার পুজো কমিটির সভাপতি বাসুদেব সাহা, সম্পাদক দীপ রায় প্রামাণিক, যুগ্ম কোষাধ্যক্ষ ওমপ্রকাশ প্রসাদ ও বিশ্বম্ভর বর্মন। পুজো কমিটির কোষাধ্যক্ষ ওমপ্রকাশ প্রসাদ বলেন, গণেশপুজোর মাধ্যমে এলাকার মানুষকে ভ্রাতৃত্ব, ভক্তি ও আনন্দে একত্রিত করাই আমাদের মূল উদ্দেশ্য। আশা রাখছি, পুজোর কয়েকদিন সকলের উপস্থিতি ও সহযোগিতায় আমাদের পুজো সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা এনেছি। বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন ধরনের কর্মসূচি রেখেছি।