• ডাবল ইঞ্জিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘ডাবল ইঞ্জিন’ সরকারের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালানো হলেও সারা বিশ্ব বাংলার ছাত্রছাত্রীদের সম্মান দেয়। আমেরিকা বাংলার মেধা ছাড়া চলতে পারে না। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে এভাবেই বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার ছাত্রছাত্রীদের মেধাকে সারা বিশ্ব প্রণাম জানায়। সেই কারণে কোমরে শিকল বেঁধে গুজরাতের লোকদের ট্রাম্প তাড়িয়ে দিলেও বাংলার মেধাকে তাড়াতে পারে না। কারণ ওদের ছাড়া হাভার্ড, অক্সফোর্ড, কলম্বিয়া চলে না। নাসাতে বাংলার মেধাবীরাই আছে। এদিন বর্ধমানের মিউনিসিপ্যাল স্কুলের মাঠের প্রশাসনিক সভা থেকে উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তিনি কেন্দ্রকে তোপ দাগেন। মঞ্চে রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লা চৌধুরী উপস্থিত ছিলেন। কয়েক মাস ধরেই গুজরাত, ওড়িশার মতো রাজ্যগুলিতে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলাতেও বিভিন্ন রাজ্যের শ্রমিক রয়েছেন। তাঁরা নিরাপদেই কাজ করছেন। এদিন সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ২২লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে রয়েছেন। কেউ তাঁদের দয়া করে নিয়ে যায়নি। তাঁদের দক্ষতা রয়েছে। সোনা, রাস্তা নির্মাণ, বিল্ডিং তৈরির কাজ ভালো জানেন। তাঁদের জামাই আদর করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাঁদের ভাগ্যে লাঞ্ছনা আর বঞ্চনা জুটছে। অত্যাচার করা হচ্ছে। হাবড়ার এক ভাইকে মুম্বইয়ে পেটানো হয়েছিল। তিনি মারা গিয়েছেন। বাংলা থেকে যাঁরা কাজ করতে যাচ্ছেন তাঁরা এরকম অত্যাচারের শিকার হচ্ছেন। আমাদের বাংলায়ও দেড় কোটি বাইরের শ্রমিক রয়েছেন। আমরা তাঁদের ভালোবাসি। তাঁরা ভালোভা঩বেই কাজ করছেন। তাহলে কেন ওড়িশা, মুম্বইয়ে গিয়ে বাংলায় কথা বললে অত্যাচার করা হবে? বাংলার মানুষ কি মানুষ নয়? কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছেন। তিনি তাঁদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলার লোক যাঁরা বাইরে কাজ করেন তাঁদের বলব, ফিরে আসুন। তাঁদের জন্য একটা প্রকল্প নিয়েছি। তাঁদের জন্য পোর্টাল করে দিচ্ছি। আমাদের পাড়া আমাদের সমাধানে নাম লেখালে প্রশাসনের কাছে চলে আসবে। রাজ্যে ফিরে এলে পাঁচ হাজার টাকা পাবেন। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন ওঁদের ভবিষ্যৎ দেখব। তাঁদের কর্মশ্রী প্রকল্পে কাজ দেব। স্কিল ট্রেনিং দেব। তাঁরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন তার ব্যবস্থা করে দেব। বাংলা ভাষার অপমান মানব না। আমাকে গালিগালাজ করুন। কুৎসা করুন। অসুবিধা নেই। আমি লড়ে নেব। বাংলা ভাষায় কথা বলা অপরাধ নয়। বাংলা সারা বিশ্বে এখন পঞ্চম ভাষা। বাংলা ভাষায় কথা বললেই বাংলদেশি হয়ে যায় না।  
  • Link to this news (বর্তমান)