ডেঙ্গু বিরোধী অভিযান বেলগাছিয়া গুরুদ্বারায় জঞ্জাল সাফাই নিয়ে নির্দেশ অতীনের
বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলগাছিয়া গুরুদ্বারার সীমানার মধ্যে মিলেছিল ডেঙ্গু মশার লার্ভা। কলকাতা পুরসভা নোটিস ধরিয়েছিল কর্তৃপক্ষকে। বুধবার পরিদর্শনে যান ডেপুটি মেয়র ও কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। তিনি গুরুদ্বারা কর্তৃপক্ষকে দ্রুত জঞ্জাল সাফাইয়ের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ডেঙ্গু নিয়ে পুজো কমিটিগুলিকে অ্যাডভাইজরি জারির পর এদিন প্রথম টালা পার্ক প্রত্যয় ও বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির মণ্ডপের কাজ ঘুরে দেখেন তিনি।
অ্যাডভাইজরি জারির পর সরেজমিনে এদিন বিভিন্ন পুজো প্যান্ডেলের কাজ ঘুরে দেখেন অতীন। তাঁর সঙ্গে ছিলেন এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা, তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তী সহ পুরসভার আধিকারিকরা। গুরুদ্বারা দিয়ে পরিদর্শন শুরু করেন ডেপুটি মেয়র। গুরুদ্বারাটি প্রায় ১১ বিঘে জমির উপর অবস্থিত। বেশিরভাগ জায়গা ফাঁকা মাঠ এবং জঞ্জালে ভর্তি। পুরসভা জানিয়েছে, গুরুদ্বারার জমিতে মশার লার্ভা পাওয়া গিয়েছিল। যার জন্য নোটিস দেওয়া হয়। তারপরও এদিন দেখা গিয়েছে বহু জায়গা পরিষ্কার হয়নি। গুরুদ্বারা কর্তৃপক্ষকে সতর্ক করে একাধিক নির্দেশ দেন অতীন। নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে। মোটা টাকা জরিমানা হবে বলে জানান ডেপুটি মেয়র। এদিন গুরুদ্বারায় মাথা ঠেকিয়ে প্রার্থনাও করেন।