• ঘর থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কদিন আগেই ক্যানিংয়ে স্বামী-স্ত্রী বন্ধ ঘরে আত্মঘাতী হয়েছিলেন। এবার প্রেমিক যুগলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ল। ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগর-তারানগর পঞ্চায়েতের তারানগর গ্রামে। মৃতদের নাম সোনালি মণ্ডল (২০) ও শুভজিৎ বারুই (২৪)। পুলিস সূত্রে খবর, দু’জনের মধ্যে বহুদিনের সম্পর্ক। শুভজিৎ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। তিনদিন আগে গ্রামে ফিরেছিলেন তিনি। তাঁর বাড়িতে অসুস্থ মা রয়েছেন। দাদা মানসিক ভারসাম্যহীন। সোনালির বাড়িতেও সবাই আছেন।

    সোনালির বাড়ির পাশেই তাঁর কাকার বাড়ি। সেখানে কেউ থাকেন না। সোমবার রাতে প্রেমিক-প্রেমিকা সেখানেই দেখা করতে আসেন। সেখানে বাঁশের খুঁটির সঙ্গে দু’জনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে সোনালির খোঁজখবর শুরু করেন তাঁর বাড়ির লোকজন। কাকার বাড়িতে ঢুকতেই তাঁরা প্রেমিক যুগলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

    প্রাথমিক তদন্তে তাঁদের মনে হয়েছে, শুভজিতের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল সোনালির বাড়ির লোকেদের। কারণ শুভজিৎ সামান্য শ্রমিকের কাজ করেন। এই মনোভাব জানার পর থেকেই হয়তো দু’জনে মনমরা হয়েছিলেন। তার জেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে। যদিও সোনালির বাড়ির লোকজন এই সম্পর্ক নিয়ে কখনও কোনও আপত্তি তোলেননি বলে দাবি করেছেন পুলিসের কাছে। তদন্তকারী অফিসাররা বলেন, মেয়েটিকে জোর করে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কি না, সে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)