• দেগঙ্গায় প্রতিবাদীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, টাকি রোড অবরোধ
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এলাকায় দিনের পর দিন চলছে মদ, গাঁজা সহ নেশার সামগ্রী বিক্রি। প্রতিবাদ করাতে স্থানীয় বাসিন্দাদের মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি প্রতিবাদীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে দেগঙ্গার বেলিয়াঘাটা বাজার সংলগ্ন টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরে দেগঙ্গা থানার পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। 

    হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা ১ পঞ্চায়েতের বেলিয়াঘাটা বাজার এলাকায় বেশ কিছুদিন ধরেই মদ, গাঁজা সহ নেশার অন্যান্য সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। নেশারুদের উপদ্রবও বেড়েছে। বেলিয়াঘাটা বাজারে বহু মানুষ কেনাকাটা করতে আসেন। গ্রামের মহিলারাও আসেন। নেশারুদের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসীরা। তাই এর প্রতিবাদে এবং মদ, গাঁজা বিক্রি বন্ধের দাবিতে দেগঙ্গা থানার পুলিসের কাছেও অভিযোগ করেন। এরপরেই প্রতিবাদী এক যুবককে মারধর করা হয়। তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিস দুষ্কৃতীরাই ভাঙচুর করেছে। এরপর সেই ঘটনার দায় প্রতিবাদীদের উপর চাপানোর চেষ্টা করছে। লক্ষ্য মিথ্যা মামলায় প্রতিবাদীদের ফাঁসানো। এটি হাড়োয়ার বিধায়কের কার্যালয়। আমরা এর বিহিত চাইতে পথ অবরোধ করি। বিক্ষোভকারী ইয়ানবি মণ্ডল বলেন, দুষ্কৃতীদের দাপট বেড়েছে। মানুষকে অতিষ্ঠ করতেই দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দাদের মারধর করেছে। এবার উলটে ওরা তৃণমূলের পার্টি অফিস ভেঙে প্রতিবাদীদের ফাঁসাতে চাইছে। তাই আমরা টাকি রোড অবরোধ করি। 

    রাজীব মোল্লা, জামাল শেখ নামে বিক্ষোভকারীরা বলেন, প্রতিবাদ করায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে ওরা স্থানীয়দের উপরে দোষারোপ করছে। এই প্রসঙ্গে হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম বলেন, এই পার্টি অফিস কারও ব্যক্তিগত নয়। দলের কার্যালয়। আমি পুলিসকে অনুরোধ করেছি, বিষয়টি নিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)