• সাঁতুড়িতে বিজেপির কোন্দল প্রকাশ্যে বৈঠকে দুই গোষ্ঠীর হাতাহাতি, থানায় অভিযোগ
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁতুড়িতে বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছে। রবিবার সাঁতুড়ির কমিউনিটি হলে বিজেপির দলীয় সভা ছিল। সেই সভায় দুই নেতার মধ্যে হাতাহাতি হয়। দলীয় সভা চলাকালীন দুই নেতার হাতাহাতির খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুই নেতা উভয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। বিষয়টি নিয়ে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছে। 

    বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সহ-সভাপতি ললিত আগরওয়াল বলেন, দলীয় সভা চলাকালীন কোনও ঝামেলা হয়েছে বলে জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওইদিন বাঁকুড়া সাংগঠনিক জেলার সাঁতুড়ি মণ্ডলের একটি সভা ছিল। সভায় জেলার নেতারা ছাড়াও মণ্ডলস্তরের নেতৃত্বও হাজির ছিল। অভিযোগ, সভা শেষে মণ্ডলের সহ-সভাপতি কৌশিক সরকারের সঙ্গে মণ্ডলের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ গোস্বামীর ঝামেলা হয়। দু’জনের মধ্যে হাতাহাতিও হয়। ওই রাতেই কৌশিকবাবু মণ্ডলের সহ সভাপতি ও অপর এক বিজেপি নেতার বিরুদ্ধে থানায় মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন।

    বিজেপি সূত্রে খবর, দল বদলু কৌশিকবাবুকে নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপিতে মতবিরোধ রয়েছে। দলের কর্মীদের একাংশের বক্তব্য, কৌশিকবাবু আগে তৃণমূল করতেন। গত পঞ্চায়েতে তৃণমূল টিকিট না দেওয়ায় নির্দল থেকে লড়াই করেন। পরে বিজেপিতে যোগদান করেন। যোগদান করার পরেই তাঁকে দলের তরফে পদ দিয়ে দেওয়া হয়। অথচ যাঁরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন, তাঁরা দলে ব্রাত্য। আর সেই থেকেই পুরনো কর্মীদের মধ্যে কৌশিকবাবুকে নিয়ে বিরোধ রয়েছে। ওইদিনের হাতাহাতিতে কোন্দলের বিষয়টি আরও পরিষ্কার হয়। যদিও এনিয়ে কৌশিকবাবু ফোনে বলেন, বিষয়টির সঙ্গে বিজেপি দলের কোনও যোগ নেই। সমস্ত বিষয়টি ব্যক্তিগত। তাই বিষয়টি নিয়ে কিছু বলব না।

    অনিরুদ্ধবাবু বলেন, দলীয় কোনও বিষয় নেই। ব্যক্তিগত বিষয়। তাই কোনও মন্তব্য করব না। আমিও পাল্টা থানায় অভিযোগ জানিয়েছি।
  • Link to this news (বর্তমান)