• যিশু এবার পরিচালনায়! পুজোর আগেই দর্শনা-সৌরভের সঙ্গে বড় চমক দিলেন অভিনেতা
    হিন্দুস্তান টাইমস | ২৭ আগস্ট ২০২৫
  • চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের নববর্ষে শুরু হয়েছিল যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের নতুন প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস (Why So Serious Films)। তবে শুধু এই দুই তারকা নন, এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক মহেশ ভাটও। পুজোর আগেই তাঁদের নতুন কাজ আসছে তা আগেই জানা গিয়েছিল। আর এবার আরও বড় চমক দিলেন যিশু। জানা গিয়েছে তাঁদের এই প্রযোজনা সংস্থার প্রথম কাজের পরিচালকও তিনি। কিন্তু বিনোদনের কোন মাধ্যম দিয়ে পরিচালনায় হাতেখড়ি দিলেন নায়ক? দেখে নাওয়া যাক।

    দুর্গাপুজোর আর মাস খানেক বাকি, তার আগেই পুজোর গান নিয়ে আসছে যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’। সেখানেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন যিশু সেনগুপ্ত। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অন্তরা মিত্রর কন্ঠে শোনা যাবে ‘দুগ্গা মা এসেছে’। গানটির কথা লিখেছেন প্রসূন। এই গানে প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। তাছাড়াও এই মিউজিক ভিডিয়োয় রয়েছেন রাহুল মজুমদার ও ইন্দ্রাশিস রায়। গানটি বানানো হয়েছে 'দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি'-এর জন্য।

    ইতিমধ্যে গানের শ্যুটিং হয়ে গিয়েছে। মঙ্গলবার প্রকাশ্যে এল অভিনেত্রী দর্শনা বণিকের ফার্স্ট লুক। ফার্স্ট লুকে অভিনেত্রী দর্শনা বনিককে দেখা গিয়েছে লাল শাড়িতে পুজোর লুকে। কয়েক মাস আগেই যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রোডাকশন হাউস ‘হোয়াই সো সিরিয়াস’-এর ঘোষণা করা হয়েছিল।

    পরিচালক যিশু সেনগুপ্ত এই মিউজিক ভিডিয়ো প্রসঙ্গে বলেন, ‘পুজো আমাদের কাছে রি-ইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় এই উৎসবকে কেন্দ্র করে। ভিডিয়োর মাধ্যেমে সে রকম একটা গল্প বলতে চেয়েছি।’

    অন্যদিকে সৌরভ দাস জানান ‘আমাদের প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা, ভালো গান, ভালো ওয়েব সিরিজ বানানো হবে। শুধু সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট এর সমস্ত ধরনের প্রজেক্ট আমরা বানাবো, দর্শকদের কাছে ভালো প্রজেক্ট উপহার দেব। আরও অনেক প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্যে। আশা করছি পুজোর এই গান সবার ভালো লাগবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)