• এ বার সব পুজো কমিটি পাবে না অনুদান, বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
    এই সময় | ২৭ আগস্ট ২০২৫
  • Big Breaking: পুজোর অনুদান নিয়ে মামলা হয়েছিল হাই কোর্টে। বড় নির্দেশ আদালতের। বুধবার আদালত জানিয়ে দিল, যারা গত বছর পুজোর পর বেঁধে দেওয়া সময়ের মধ্যে টাকা খরচের হিসেব দিয়েছে, এই বছরে সেই সব ক্লাবই শুধু অনুদানের টাকা পাবে। আর এই বছর অনুদানের টাকা পাওয়ার পরের এক মাসের মধ্যে তার হিসেবও দিতে হবে আদালতে। এ দিন বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

    যদিও রাজ্যের দাবি, গত বছরের অনুদান নেওয়া গোটা রাজ্যের ক্লাবগুলির মধ্যে মাত্র ৩টে ক্লাব হিসেব দেয়নি। তারা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার।

    পাল্টা মামলাকারীর আইনজীবীর দাবি, এই হিসেব দু’দিন আগে দেওয়া হয়েছে। আদালত এই মামলায় কড়া মনোভাব নেওয়ার পরে আনানো হয়েছে হিসেব। কোনও ভাবেই তা সময়ের মধ্যে আসেনি। যদি আদালতের নির্দেশ মানা হয়, তা হলে এবার অন্তত ১০ হাজার ক্লাবের অনুদান পাওয়ার কথা নয়।

    এ বছর রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড়। এ ছাড়াও ফায়ার লাইসেন্স-সহ একাধিক অনুমতির ক্ষেত্রে সরকারি ফি মকুব করা হয়েছে।

    এই নিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হয়। কী ভাবে সাধারণ মানুষের করের টাকায় এ ভাবে সরকার অনুদান দিতে পারে, তা নিয়েও প্রশ্ন ওঠে। সোমবার ২৫ অগস্টের শুনানিতেই আদালত নির্দেশ দিয়েছিল, ২০২৪ সাল পর্যন্ত কতগুলি ক্লাব খরচের হিসেব পেশ করেছে, কারা দেয়নি, বিস্তারিত তথ্য হলফনামা আকারে রাজ্যকে আদালতে জমা দিতে হবে। হলফনামা দেওয়ার জন্য রাজ্যকে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেয় আদালত। বুধবার তারই শুনানি ছিল।

  • Link to this news (এই সময়)