• বয়স মাত্র এক বছর, স্মৃতিশক্তির পরীক্ষায় স্বীকৃতি একরত্তির
    এই সময় | ২৭ আগস্ট ২০২৫
  • মহম্মদ মহসিন, জগৎবল্লভপুর

    চাইল্ড প্রডিজি বোধহয় একেই বলে! না হলে প্রত্যন্ত হাওড়া গ্রামীণের স্বর্ণাভ কী ভাবে অসম্ভব সব কাণ্ডকে সম্ভব করে তুলেছে, তার ব্যাখ্যা মেলা ভার।

    বয়স মাত্র এক বছর ন’মাস। এই বয়সেই স্মৃতিশক্তির জন্য বুক অফ ইন্ডিয়া-‘আইবিআর অ্যাচিভার রেকর্ড’–এ নাম উঠেছে জগৎবল্লভপুর ব্লকের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের রামপুরের স্বর্ণাভ চক্রবর্তীর। এই বয়সেই স্বর্ণাভ শরীরের ১৫টি অঙ্গপ্রত্যঙ্গ, ২৫টি প্রাণী, ১০টি খেলনা, ৩টি পাখি, ৭০টি বিভিন্ন জিনিস শনাক্ত করা এবং ইংরেজি ও বাংলায় ১৫০টি শব্দ উচ্চারণ করতে পারে। স্বর্ণাভর বাবা স্বরূপ চক্রবর্তী পেশায় গৃহশিক্ষক, মা শ্রাবণী ঘোষ প্রাথমিক স্কুলের শিক্ষিকা। স্বরূপ ও শ্রাবণীর একমাত্র সন্তান স্বর্ণাভ।

    তখন স্বর্ণাভর বয়স মাত্র চার মাস। স্বরূপ বলেন, ‘আমি ও আমার স্ত্রী বিরাট কোহলির ভক্ত। টিভিতে খেলা দেখার সময়ে বিরাটের সাফল্যে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতাম। একদিন সে রকমই টিভিতে আমরা ক্রিকেট দেখছি। সেই সময়ে বিরাটের খেলা দেখেই চার মাসের স্বর্ণাভ হাততালি দিয়ে উঠল। এমনিতে হয়তো সব বাবা–মা–ই মনে করেন, তাঁদের সন্তান দারুণ কিছু করছে। আমরাও সে রকমই ভেবেছিলাম, আর পাঁচজন বাবা–মায়ের মতোই।

    তবে সেই সময় থেকেই আমরা স্বর্ণাভের প্রতি বিশেষ নজর দিই। লক্ষ করলাম, আমরা যা শেখাচ্ছি, স্বর্ণাভ সেটাই হুবহ স্মৃতিতে ধরে রাখছে। এই ভাবেই আমরা বাংলা ও ইংরেজির অক্ষর শেখাতে আরম্ভ করলাম। তখনও এ সব কিছু শেখার বা বোঝার মতো বয়সই হয়নি তার। তবু দেখলাম, তা–ও সে কণ্ঠস্থ করেছে। তার এই মনে রাখার অসম্ভব ক্ষমতা দেখে আমরা আশ্চর্য হয়ে যেতাম।’

    এরই মধ্যে ফরিদাবাদের ‘আইবিআর অ্যাচিভার’ থেকে অনলাইনে বিজ্ঞপ্তি দেখে আমরা আবেদন করি। উদ্যোক্তারা ভিডিয়োর মাধ্যমে স্বর্ণাভর স্মৃতিশক্তির সব রকম পরীক্ষা নেন। সেই পরীক্ষায় সাফল্যের সার্টিফিকেট, বিভিন্ন বই ও খেলার উপযোগী পুরস্কার পাঠানো হয়েছে।

    ছেলের সাফল্যের পরে তাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে চান বলে জানান একরত্তি ‘প্রতিভাবান’ শিশুর মা, শ্রাবণী ঘোষ। তবে অন্য সব বাবা–মায়ের মতো এই দম্পতিও মনের মধ্যে সযত্নে লালন করছেন নিজেদের শিশুপুত্রকে নিয়ে এক আকাশ স্বপ্ন, একই সঙ্গে উদ্বেগও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শেষ পর্যন্ত নিজের স্বতন্ত্রতা ধরে রাখতে পারবে তো স্বর্ণাভ?

  • Link to this news (এই সময়)