রেললাইনের ধারে পড়ে আছে লাল পুঁটলি। স্থানীয় লোকজনের দেখে সন্দেহ হয়। এগিয়ে গিয়ে দেখেন, পুঁটলি ঘিরে ভন ভন করছে মাছি। কাপড় খুলতেই বেরিয়ে আসে এক সদ্যোজাতর মৃতদেহ। বুধবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়।
শুধু মেডিক্যাল কলেজই নয়, ওই এলাকায় রয়েছে প্রচুর নার্সিংহোমও। কাছেই রেললাইন। সেই চত্বরে এ ভাবে লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতর দেহ উদ্ধার নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয়রাই রেল লাইনের ধারে দেহটি পড়ে থাকতে দেখেন। অভিরাম সূত্রধর নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘আমি রেললাইন ধরে হেঁটে আসছিলাম। হঠাৎ দেখি একটা পুঁটলি। তার পরে আশেপাশের লোকজনকে ডাকি। কাপড় খুলতেই দেখা যায় বাচ্চা।’ তাঁদের দাবি, দেহটি পুত্র সন্তানের। মারা যাওয়ার পরে এ ভাবে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান তাঁদের। পাশে একটি ব্যাগও ছিল।
স্থানীয় বাসিন্দা দুর্গা পাল জানান, দেখে মনে হচ্ছে বাচ্চাটি মারা যাওয়ায় দেহ এ ভাবে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এ ভাবে কেউ দেহ ফেলে যায়? খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ।
রেল পুলিশ সুশীল কুমার দাস বলেন, ‘দেখলাম শিশুপুত্রের দেহ। মনে হচ্ছে কোনও নার্সিংহোম থেকে ফেলেছে। আমরা খবর পেয়ে এসে দেহ উদ্ধার করি।’