আকড়া ও নুঙ্গির মাঝে মালগাড়ি খারাপ। তার জেরে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা-বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। যাত্রীরা জানান, বুধবার দুপুর সাড়ে বারোটার কিছু পরে আকড়া ও নুঙ্গি স্টেশনের মাঝামাঝি একটি জায়গায় মালগাড়ি খারাপ হয়ে যায়। এর জেরে ওই শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, দুপুর থেকে বারবার ঘোষণা হলেও সঠিক তথ্য মিলছিল না। এই গরমে বাধ্য হয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। কেউ কেউ অস্বস্তি বোধ করতে থাকেন। অন্য দিকে, ট্রেনের কামরায় যাত্রীরা চরম সমস্যার মুখে পড়েন। শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
রেলের বক্তব্য, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের দল পাঠানো হয়। মালগাড়ি মেরামতির কাজ শুরু হয়। যদিও বেলা ২টো ৪০ মিনিট নাগাদ ডাউন লাইনে একটি ট্রেন আকড়া স্টেশন ছেড়ে বজবজের দিকে রওনা দেয়। ৩টের পরে বজবজ থেকে ছাড়ে শিয়ালদহগামী ট্রেন। আপাতত ট্রেন চলছে আপ-ডাউনে।