মধ্যরাতে পা টিপে টিপে হনুমান মন্দিরে ঢুকল চোরের দল। মূর্তির গা থেকে গয়না খুলে চম্পট দিল। মঙ্গলবার গভীর রাতে লেকটাউন হনুমান মন্দিরে চুরি হয়। সিসিটিভিতে ধরা পড়েছে দুষ্কৃতীদের ঢোকার ছবি।
লেকটাউনে রয়েছে বিশাল এক হনুমান মন্দির। প্রতিদিন বহু ভক্ত সেখানে পুজো দিতে যান। বেদীর মাঝখানে রয়েছে হনুমান মূর্তি। ডান দিকে রাম-সীতা, বাঁয়ে রাধা-কৃষ্ণের মূর্তি। এ ছাড়াও অন্য দেবতারও ছবি রয়েছে সেখানে।
বাঙালি-অবাঙালি বহু মানুষ মন্দিরে আসেন প্রতিদিন। ভক্তরা প্রণামী হিসেবে কখনও অর্থ দেন, কখনও আবার উপহার দেন আরাধ্যের জন্য। বহুমূল্যের গয়নায় সুসজ্জিত এ মন্দিরের দেবতারা।
মঙ্গলবার রাতে সেখানেই চার দুষ্কৃতীর একটি দল ঢোকে। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে সে ছবি। মন্দিরের ভিতরে চুরি করার ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। দীর্ঘ সময় ধরে দুষ্কৃতীরা মন্দিরের ভিতরেই ছিল। সোনা, রুপোর গয়না, মুকুট-সহ দানপাত্রর সব কিছু নিয়েই চম্পট দেয়।
লেকটাউন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কত টাকার জিনিস চুরি গিয়েছে, তা এখনও হিসেব হয়নি। মনে করা হচ্ছে, চুরি যাওয়া জিনিসের মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা হবে। মন্দির কর্তৃপক্ষ লেকটাউন থানার পুলিশকে সিসিটিভির ফুটেজ তুলে দিয়েছে।