•  অভিষেকের বৈঠকে যোগ দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক বাইরন বিশ্বাস, ভর্তি হলেন হাসপাতালে  ...
    আজকাল | ২৭ আগস্ট ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এবং দলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দলের সাংগঠনিক বৈঠক করতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হল সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসকে। 

    বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তাঁকে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।  বুধবার সকাল থেকে চিকিৎসকরা তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করছেন। সংশ্লিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে তৃণমূল বিধায়ক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।  সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে শূন্য হওয়া ওই আসনে ২০২৩ সালের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস।  এই জয়ের কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেছিলেন।

    সূত্রের খবর বৈঠকে ঢোকার কিছুক্ষণের মধ্যে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এরপরই সেখানে তাঁকে একজন চিকিৎসককে দেখানো হয়। এরপর বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় পরিবারের লোকেরা সন্ধে নাগাদ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। 

    বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁর রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়া ছাড়াও আরও বেশ কিছু শারীরিক সমস্যা হঠাৎ করেই দেখা দিয়েছে।। বুধবার সকাল থেকেই ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বাইরন বিশ্বাসের রক্ত পরীক্ষা করা ছাড়াও আরও একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন বলে জানা গিয়েছে। 

    বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা জানান, 'আমরা আশা করছি বুধবার সন্ধের মধ্যেই সমস্ত 'প্যাথলজিক্যাল' পরীক্ষার রিপোর্ট চলে আসবে। তারপর ডাক্তারবাবুরা  সিদ্ধান্ত নেবেন কখন বা কবে বিধায়ককে হাসপাতাল থেকে ছাড়া হবে।' তবে বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারে তুলনায় বুধবার বাইরনের শারীরিক অবস্থারে কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
  • Link to this news (আজকাল)