বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, এই জেলাগুলিতে হবে ঝড়বৃষ্টি, বাজও পড়বে
আজ তক | ২৭ আগস্ট ২০২৫
গতকালের নিম্নচাপ বলয়টি ওড়িশা উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে এসে আজ ভোরে একই অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ বলয়ে পরিণত হয়েছে। নিম্নচাপ বলয়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ বলয়টির সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। তবে তার জন্য রাজ্যে ঝড়বৃষ্টি কমবে না। উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
কবে কোথায় বৃষ্টিপাত
২৭ অগাস্ট বুধবার
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক জায়গায় বজ্যবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।
২৮ অগাস্ট বৃহস্পতিবার ও ২৯ অগাস্ট শুক্রবার
দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্যবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে।
৩০ অগাস্ট শনিবার
দক্ষিণবঙ্গের সকল জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাজ পড়তে পারে। এছাড়াও, ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
৩১ অগাস্ট রবিবার
দক্ষিণবঙ্গের সকল জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
১ সেপ্টেম্বর
দক্ষিণবঙ্গের সকল জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাজও পড়তে পারে।