পুজোর আগেই কলকাতায় শপিং স্পেশাল বাস নামানোর উদ্যোগ রাজ্যের, কবে থেকে চলবে?
আজ তক | ২৭ আগস্ট ২০২৫
পুজোর মাত্র আর এক মাস বাকি। ইতিমধ্যেই শুরু হয়েছে কেটাকাটা। কলকাতার বাজারগুলোতে মানুষের ভিড় শুরু হয়েছে। তবে দিন যত বাড়বে বেশি সংখ্যক মানুষ রাস্তায় নামবে। এই আবহে যাত্রীদের সুবিধার জন্য কলকাতায় অতিরিক্ত বাস নামানোর কথা জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
দুর্গাপুজোর সময় জেলা থেকে কলকাতায় কেটাকাটা করতে আসেন লক্ষ লক্ষ মানুষ। তাঁদের ঠিক সময়ে বাড়ি পৌঁছোনোর তাড়া থাকে। সেজন্য শপিং স্পেশাল বাস নামানো হচ্ছে। পুজোর ১৫ দিন আগে থেকে এই বাসগুলো পরিষেবা দিতে শুরু করবে।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, দুর্গাপুজোর ১৫ দিন আগে থেকেই এই বাস চলাচল শুরু করবে। মূলত হাওড়া ও শিয়ালদা থেকে এই বাসগুলো চলবে। তবে প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে। তিনি আরও জানান, এছাড়াও পুজোর সময় রাতেও বাস চলবে কলকাতায়। বিভিন্ন স্টেশনগুলোতে যেন পৌঁছতে দেরি না হয় সেজন্য এই ব্যবস্থা করা হচ্ছে।
পুজো পরিক্রমার জন্য কলকাতায় এবারও স্পেশাল বাস চালানোর উদ্য়োগ দিয়েছে পরিবহন দফতর। মন্ত্রী জানান, প্রতিবারই এই বাসগুলোর চাহিদা বেশি থাকে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এত আগে থেকে পরিকল্পনার কথা সামনে আনা হল। যাতে অফলাইন ও অনলাইনে বুকিং করতে পারে সাধারণ মানুষ। এই বাসগুলোতে কলকাতার বনেদি বাড়ির পুজোও দেখানো হবে। কোন বাসের কীরকম প্যাকেজ তা জানিয়ে দেওয়া হবে।
দুর্গাপুজোর স্পেশাল বাস চালানো নিয়ে বিধায়ক দিলীপ মণ্ডল বলেন, 'WBTC-র তরফে এই পরিষেবা দেওয়া হবে। চাহিদা মোতাবেক প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে।'
এদিকে কলকাতায় নতুন ৩ রুটে মেট্রো চালু হওয়ায় একাধিক বাস রুট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা যে সত্যি তা স্বীকার করে নিলেন মন্ত্রী স্নেহাশিস। তিনি জানান, আগে শুধু বাস ছিল, এখন অন্য যানবাহন এসেছে। মেট্রো অটো প্লে বাসগুলো প্রায় ৬০% যাত্রী হারাচ্ছে। তাই বেসরকারি বাসের অনেক রুট বন্ধ করে দেওয়া হচ্ছে । হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো চালু হওয়ার ফলে সেই রুটে বাসের যাত্রী কমেছে। সেক্ষেত্রে ওই রুটের বাসগুলো যাতে অন্য রুটে দেওয়া যায়, সেই বিষয়ে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে।