• একাধিক পুজো কমিটি সরকারি অনুদান না-ও পেতে পারে, কেন? বড় রায় হাইকোর্টের
    আজ তক | ২৭ আগস্ট ২০২৫
  • 'দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসাব দেয়নি কোন কোন পুজো কমিটি?' বিস্তারিত তথ্য তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এবার এই নিয়ে নিজেদের স্পষ্ট বক্তব্য জানিয়ে দিল হাইকোর্ট। যে সব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি, তারা অনুদান পাবে না। বুধবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 

    প্রসঙ্গত, ফি বছরই দুর্গা পুজোর  অনুদান বাড়াচ্ছে রাজ্য সরকার । চলতি বছরে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু যে সব ক্লাবগুলি টাকা পাচ্ছে, তারা কি টাকার হিসেব দিচ্ছে? অনুদানের টাকা কীভাবে খরচ হচ্ছে, তার কোনও হিসেব পাওয়া যাচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। গত  সোমবার অনুদান সংক্রান্ত মামলায় আদালতের পর্যবেক্ষন, ‘ যে সমস্ত পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। তাদের টাকা দেওয়া বন্ধ করে দিন।' পাশাপাশি, কতগুলি পুজো কমিটি বিগত বছরের খরচের হিসাব দেয়নি, হলফনামা দিয়ে তা জানাতে বলা হয়েছিল রাজ্য সরকারকে ৷

    বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সব পুজো কমিটি সার্টিফিকেট দিয়েছে, তারাই অনুদান পাবে। পাশাপাশি, পুজোর ছুটির এক মাসের মধ্যে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ (খরচের হিসাব) নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে।

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় পুজোর অনুদান ঘোষণা করার পরই আদালতে নতুন করে মামলা হয়। সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। দুর্গা পুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব হিসেব দিয়েছে, কারা দেয়নি, তার বিস্তারিত তথ্য নিয়ে হলফনামা তলব করা হয় রাজ্য সরকারের কাছে। বুধবার রাজ্য হাইকোর্টে  জানিয়েছে, ৪১,৭৯৫টি ক্লাবের মধ্যে তিনটি ক্লাব খরচের হিসাব দেয়নি। ওই তিনটি ক্লাবই শিলিগুড়ির। জবাবে বিচারপতি সুজয় পালের মন্তব্য, সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপ লাগবে।  রাজ্যের বক্তব্য শুনে পুজোর ছুটির এক মাসের মধ্যে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ বা খরচের হিসেব নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট।

    বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, যে সব ক্লাব গত বছরের অনুদানের কোনও হিসেব দেয়নি, তাদের অনুদান দেওয়া যাবে না। পাশাপাশি এক মাস সময় দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। আগামী এক মাসের মধ্যে যে ক্লাব হিসেব দিতে পারবে, তারাই অনুদান পাবে। ‘সরকারি টাকা এভাবে খরচ করা যায় না’ বলেও মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চ। তবে নতুন যে সব ক্লাব এবার সংযোজিত হয়েছে, তাদেরকে এই হিসেবের তালিকার বাইরে রাখা হচ্ছে। গত বছর যে সব ক্লাবগুলিকে টাকা দেওয়া হয়েছিল, তাদেরকেই এই হিসেব দিতে হবে।
     
  • Link to this news (আজ তক)