• গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা! উপাচার্যকে অপসারণ করল রাজভবন
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, মালদা: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফের অচলাবস্থা। গতকাল, মঙ্গলবার রাতে আচমকাই উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণের নির্দেশ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন এই মর্মে জারি করে নির্দেশিকা। অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেছিল রাজভবনই। বিষয়টি আজ, বুধবার সকালে জানেন ভারপ্রাপ্ত উপাচার্য। তিনি এদিন আর বিশ্ববিদ্যালয়ে আসেননি। বিষয়টি রাজভবন থেকে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকেও।এই মুহূর্তে উপাচার্যহীন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে পুরো বিষয়টি জানিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০২৪-এ নিজেরই নিয়োগ করা পূর্বতন উপাচার্যকেও একই ভাবে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। দেড় বছরের মাথায় ফের একই ঘটনা ঘটল। যাকে কেন্দ্র করে হতবাক শিক্ষা মহল। কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। অপরদিকে রাজভবনের সিদ্ধান্তকে সমর্থন করেছে জেলা বিজেপি।
  • Link to this news (বর্তমান)