• বাবাকে কুপিয়ে খুন করল ছেলে! চাঞ্চল্য মন্তেশ্বরে, গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, মন্তেশ্বর: ছেলে ঠিকমতো কাজ করে না। সেই নিয়ে রোজই বাবার সঙ্গে ঝগড়া হতো। এবার ঝগড়া চলাকালীন রাগের মাথায় বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। গতকাল, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার আকবরনগরে। মৃতের নাম মোস্তফা মণ্ডল (৭০)। পুলিস ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম জাহিদুল মণ্ডল। পুলিসি জেরায়, ধৃত তার বাবাকে খুনের কথা স্বীকার করেছে।আজ, বুধবার তাকে কালনা মহকুমা আদালতে তোলা হবে। প্রসঙ্গত, জাহিদুল ঠিক মতো কাজ করত না। বাড়িতে এই নিয়ে রোজই অশান্তি লাগত বাবা ও ছেলের মধ্যে। গতকাল, মঙ্গলবার দুপুরের দিকে বাবা মোস্তফা মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে তাঁর মেয়ে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গতকাল, মঙ্গলবার রাতে মৃতের মেয়ে রোশনারা বিবি তাঁর ভাইয়ের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগে মন্তেশ্বর থানায় দায়ের করে এফআইআর। এরপরই গতকাল, রাতে পুলিস অভিযুক্ত জাহিদুল মণ্ডলকে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)